গুয়াহাটি, ৩১ অক্টোবর : ভরপুর প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ উত্তর পূর্ব ভারত। তবে এই সম্পদে সঠিক ব্যবহার জরুরি। বললেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
একইসঙ্গে আধুনিক প্রযুক্তি, উপযুক্ত পরিকল্পনা এবং ধারাবাহিক প্রয়াসের মাধ্যমেই প্রাকৃতিক সম্পদের যথার্থ ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করলেন মুখ্যমন্ত্রী।
সোমবার কেন্দ্রীয় খনি, কয়লা এবং সংসদীয় পরিক্রমা দপ্তরের মন্ত্রী প্রহ্লাদ যোশীর উপস্থিতিতে নাগাল্যান্ডের চুমুকডিমা জেলায় অনুষ্ঠিত প্রথম উত্তর-পূর্ব ভূতত্ব এবং খনি মন্ত্রী সম্মেলনে অংশগ্রহণ করে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মুখ্যমন্ত্রী বলেন, প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই উত্তর-পূর্বাঞ্চলকে সম্পদের উপযুক্ত ব্যবহারের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে হবে।
এই ক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীর সহযোগিতার কথাও উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুনর্নবীকরণ এবং অপরম্পরাগত শক্তি উৎপাদনের মাধ্যমে ২০৩৫ সালের মধ্যে দেশের পরিবেশ দূষণের মাত্রা হ্রাস করার লক্ষ্য নির্ধারণ করে পদক্ষেপ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর বহনক্ষম উন্নয়নের নীতি এই অঞ্চলের জমি সুরক্ষার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তিনি মন্তব্য করেন।