মূল স্রোতে ফিরে আসা প্রাক্তন জঙ্গি সদস্যদের চেক বণ্টন গুয়াহাটিতে
গুয়াহাটি, ৩১ অক্টোবর : অসমের উন্নয়নের লক্ষ্যেই আলোচনায় বসা উচিত আলফার। বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা সোমবার গুয়হাটিতে ৩১৮ জন আত্মসমর্পণকারী উগ্রপন্থীকে এককালীন সাহায্য প্রদান করেন। সেখানেই আলফার প্রতি আলোচনার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে এদিন ৬টি উগ্রপন্থী গোষ্ঠীর সদস্যদের চেকের মাধ্যমে জনপ্রতি দেড় লক্ষ টাকা করে তুলে দেন।
অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আলফাকে অসমের প্রগতি ও উন্নয়নের স্বার্থে শান্তি আলোচনায় বসতে আহ্বান জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী বলেন, ইতিপূর্বে নানা সন্ত্রাসী কার্যকলাপ সংগঠিত করা সব উগ্রপন্থী গোষ্ঠীই ইতিমধ্যে শান্তি আলোচনার জন্য এগিয়ে এসেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সবল নেতৃত্বে অসম সরকারের অব্যাহত রাখা শান্তি আলোচনা প্রক্রিয়ায় আলফাও যোগ দেবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ইতিমধ্যে রাজ্যের ২৪ টি জেলা থেকে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন আফস্পা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
অবশিষ্ট অঞ্চলগুলি থেকেও এই আইন অনতিবিলম্বে প্রত্যাহার করা হবে। হিমন্ত যোগ করেন, রাজ্যে শান্তির বাতাবরণ ফিরিয়ে আনার জন্য আত্মসমর্পণকারী উগ্রপন্থীদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য রাজ্যসরকার বদ্ধপরিকর। আত্মসমর্পকারী জঙ্গি সদস্যদের বিভিন্ন শিল্পোদ্যোগের সঙ্গে জড়িত হয়ে রাজ্যের প্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আবদান রাখতেো আহ্বান জানান মুখ্যমন্ত্রী।