দীপন দাস, কাটিগড়া, ৩১ অক্টোবর : আগুনে জ্বলে ভস্ম হয়ে যায় কাটিগড়া মাদারপুর গ্রামের আলা উদ্দিনের বাসগৃহ। সোমবার ভোরে সবাই যখন ঘুমে সেই সময় আগুনে দাউ দাউ করে জ্বলে আলা উদ্দিনের বাসগৃহ।
ছাগলের বিকট ডাকে ঘুম ভাঙ্গলে দেখতে পান আগুনে পুরো ঘর গ্রাস করে নিয়েছে। ঘরের ভিতরে ছিলেন একশো পাঁচ বছর বয়সী ইয়ারা বেগম সহ গৃহকর্তা আলা উদ্দিনের পুত্রও।
ভাগ্যক্রমে তিনি তাদেরকে রক্ষা করেন।
কিন্তু ছাই হয়ে যায়, সমস্ত কাগজপত্র সহ আসবাবপত্র এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ নির্মাণের নগদ অর্থ।
এখন তিনি সর্বহারা। তবে আগুনের খবর পেয়ে পাশে এসে দাঁড়ান কাটিগড়াড় বিধায়ক খলিল। তিনি আলা উদ্দিনের পরিবারকে সাহায্যের আশ্বাস দেন।
আগুনের বিবরণ দিতে গিয়ে আলা উদ্দিন জানান, সোমবার ভোর আনুমানিক তিনটা নাগাদ হটাৎ করে ঘরে থাকা ছাগলের বিকট শব্দ শুনে ঘুম ভাঙ্গে তাঁর।
চোখ খোলা মাত্র দেখতে পান চারিদিক থেকে দাউ দাউ করে সমস্ত ঘর গ্রাস করে নিচ্ছে বিধ্বংসী আগ্নী শিখা।
ভাগ্যক্রমে একশো পাঁচ বছর বয়সী একজন বৃদ্ধা ইয়ারা বেগম সহ সাত সদস্যের পরিবারের সবাই অক্ষত অবস্থায় ঘর থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। কিন্তু পুড়ে ছাই হয়ে যায় আসবাব পত্র এবং যাবতীয় নথিপত্র।
অগ্নী কাণ্ডের খবর পেয়ে কাটিগড়া অগ্নি নির্বাপক বাহিনী সরজমিনে যাওয়ার চেষ্টা করলেও রাস্তার পরিসর ছুট থাকায় ঘটনা স্থলে পৌঁছাতে পারেনি।
এই খবর পেয়ে তৎক্ষনাৎ ঘটনা স্থলে ছুটে আসেন কাটিগড়া থানার এসআইএল চিংচং, এস আই দেবজানি বরা, এস আই অপূর্ব দত্ত। ছুটে আসেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারও।
তিনি এসে সর্বশান্ত পরিবারকে প্রাথমিক ভাবে কিছু আর্থিক সাহায্য করেন এবং ভুক্তভোগী পরিবারকে যথা সম্ভব সরকারী সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। এদিকে প্রাথমিক ভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।