সুপ্রিয় পাল, দুল্লভছড়া, ১ নভেম্বর : সরকারি ভাবে সিংলা নদী থেকে বালি তুলার কোন অনুঞ্জাপত্র নেই।
অথচ বন বিভাগের কর্মীদের সঙ্গে সমঝতার করে সরকারি কর ফাঁকি দিয়ে সিংলা নদী থেকে পাচারকারীরা বালি পাঁচার চালিয়ে যাচ্ছে।
সংবাদ মাধ্যমে ঘন ঘন সংবাদ পরিবেশনের পরও পাচারকারীরা অব্যাহত রেখেছে অবৈধভাবে বালি বালি পাচার। যার ফলে সিংলানদীর পার ভাঙ্গনে নদীর ধারে বসবাসকারীদের মধ্য আতঙ্ক বিরাজ করছে।
কিন্ত ভুক্তভোগীরা ভয়ে বালি মাফিয়াদের বিরুদ্ধে মুখ খোলার সাহস দেখাতে পারেন নি। কারণ মুখ খোললেই তাদেরকে নানান সমস্যার এমন কি হুমকিরও সম্মুখিন হতে হয়।
তবে এবার চেরাগী রেঞ্জ অফিসার কুশল দাস কিছুটা নড়েচড়ে বসেছেন, ৩১ অক্টোবর অভিযান চালিয়ে বালি বোঝাই একটি ম্যাজিক গাড়ি আটক করে চেরাগী রেঞ্জে নিয়ে রেখেছেন। তাঁর এই উদ্যোগের প্রশংসা করছেন এলাকার মানুষ। অনেকেই আশা প্রকাশ বলছেন রেঞ্জ অফিসারে উদ্যোগে বালি মাফিয়াদের দৌরাত্ব এবার বন্ধ হবে।