সুপ্রিয় পাল, দুল্লভছড়া, ১ নভেম্বর : সমগ্ৰ ভারতবর্ষের সঙ্গে সঙ্গতি রেখে করিমগঞ্জ জেলার দুল্লভছড়া স্পোর্টস কমিটি রাষ্ট্রীয় একতা দিবস পালন করেছে।
লৌহপুরুষ হিসাবে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেল-এর জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ঠ সমাজকর্মী নবকুমার সিংহ পতাকা উড়িয়ে “রান ফর ইউনিটি” দৌড়ের সূচনা করেন।
দৌড়ের ছেলে এবং মেয়েরা অংশগ্রহন করেন।
অনুষ্ঠানে নবকুমার সিংহ বক্তব্য রাখতে গিয়ে উল্লেখ করেন ১৮৭৫ ইং এর ৩১শে অক্টোবর গুজরাটের নাদিয়াদ গ্ৰামে সর্দার বল্লভ ভাই প্যাটেল জন্মগ্রহন করেন।
তিনি ভারতের প্রথম উপপ্রধান মন্ত্রী ছিলেন।
রাষ্ট্রীয় একতা দিবস পালনের মুখ্য উদ্দেশ্য হলো জাতীয় একতা এবং সর্দার বল্লভ ভাই প্যাটেল-এর আদর্শ সারা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়া।
একতা উন্নয়নের এক মহামন্ত্র, জাতীয় একতা ভারতবর্ষের মেরুদণ্ড, বিভিন্ন ভাষাভাষী হলেও আমরা সবাই ভারতবাসী।
কমিটির সম্পাদক চন্দ্রকান্ত সিনহা অংশগ্রহনকারিদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
একই দিনে করিমগঞ্জে একতা দিবসের উদ্বোধন করেন ডঃ সুজিত তেওয়ারী, উপস্থিত ছিলেন নেহেরু যুব কেন্দ্রের প্রোগ্রাম সুপার ভাইজার দেবব্রত দাস। তাছাড়া বিদ্যানগর স্পোর্টস এসোসিয়েশন, মনমাসী ক্লাব, চন্দ্রগীতি সংস্থায় শপৎ গ্রহন, বাইক র্যালী ও একতা দৌড় অনুষ্ঠিত হয়।