শিলচর, ১ নভেম্বর : এম এল এ কাপ-২০২২ টেনিস বল ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করেছে আবাহন। আগামী ৭ থেকে ১৩ নভেম্বর এই আসর বসবে ইন্ডিয়া ক্লাব মাঠে।
একটি দলে নয়জন খেলোয়াড় থাকবেন। এতে শহরের ২৮টি ওয়ার্ডের ২৮টি দল অংশ নেবে।
চ্যাম্পিয়ন দল পাবে ২৫ হাজার ও রানার্স দলকে দেওয়া হবে ট্রফি সহ নগদ ১৫ হাজার টাকা।
মূলতঃ নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এই আয়োজন বলে জানিয়েছেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী।
যুব সমাজকে নেশা ছেড়ে খেলাধুলায় মনোযোগি হওয়ার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার ইন্ডিয়া ক্লাব মাঠে অনুষ্ঠিত এক সাংবাদিক বৈঠকে বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও আয়োজক সংস্থা আবাহনের সভাপতি দেবব্রত চক্রবর্তী টুর্নামেন্ট সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এদিন বৈঠকে এছাড়া উপস্থিত ছিলেন, সহ সভাপতি বুধাদিত্য ভট্টাচার্য্য, সম্পাদক স্বর্ণদ্বীপ ঘোষ, সহসম্পাদক অভিষেক দাস, কোষাধ্যক্ষ জয়দীপ দাস, এডভাইজার সঞ্জয় রায় ও দেবজ্যোতি ভট্টাচার্য্যরা।