ধলাই, ৪ নভেম্বর : শিলচর-আইজল ৩০৬ নম্বর জাতীয় সড়কে অবরোধ দ্বিতীয় দিনেও অব্যাহত রয়েছে।
মিজোরামের কলাসিপ ল্যান্ড ওনার অ্যাসোসিয়েশনের ডাকে দ্বিতীয় দিনে ভাইরেংটি এসডিও সিভিল কার্যালয়ের কনফারেন্স হলে বেলা দুইটায় আন্দোলনকারী ও কলাসিব জেলা প্রশাসনে মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন কলাসিপ জেলার অতিরিক্ত উপায়ুক্ত পু লাললম উমা ও ম্যাজিস্ট্রেট মিজোরাম সিভিল সার্ভিস লালমন পুইয়া।
সে বৈঠকে কোন সমাধান সূত্র বের না হওয়ায় দ্বিতীয় দিনেও জাতীয় সড়ক অবরোধ অব্যাহত রয়েছে।
আন্দোলনকারীদের আহ্বানে দ্বিতীয় দিনে অসমের দিক থেকে মিজোরামের সহিত সংযোগি হাইলাকান্দি ভৈরবী ও ভাগা-শেরখান সড়কেও গড়ে তোলা হয়েছে অবরোধ।
শুক্রবার দ্বিতীয় দিনেও ভাইরেংটি আইওসিতে শতাধিক অবরোধকারী সড়কে নেমে বিভিন্ন ধরনের স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে তোলেন।
উল্লেখ্য ফোরলেন সড়ক নির্মাণকে কেন্দ্র করে মিজোরাম সরকার ও এনএইচআইডিসিএল এর সহিত কোম্পেনসেশন ইসু নিয়ে ল্যান্ড ওনার অ্যাসোসিয়েশনের মতানৈক্য চলে আসছে দীর্ঘদিন ধরে।
বিষয়টি নিয়ে বারকয়েক আলোচনা হলেও সমাধানসূত্র বের না হওয়ায় তিন নভেম্বর থেকে অনির্দিষ্টকালীন সড়ক অবরোধে নামে ল্যান্ড ওনার অ্যাসোসিয়েশন।
তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত থাকতে বলে জানিয়েছেন আন্দোলনকারী সংগঠন কর্মকর্তারা।
এদিকে মিজোরামে সড়ক অবরোধের ফলে মিজোরাম অভিমুখে যাওয়া রাজ্য ও বহির রাজ্যের বিভিন্ন ধরনের পণ্য বুঝাই লরি আসাম মিজোরাম সীমান্তে আটকা পড়ে রয়েছে।
মিজোরামে চলে থাকা সড়ক অবরোধে সমর্থন নেই জানিয়েছে শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশন।
অপ্রীতিকর ঘটনা এড়াতে এ সময়ে মিজোরামের দিকে গাড়ি নিয়ে না যাওয়ার পরামর্শ শিলচর ট্রাক চালক অ্যাসোসিয়েশনের। মিজোরামে জাতীয় সড়ক অবরোধ হওয়াতে সীমান্ত এলাকায় শত শত গাড়ি আটকে পড়েছে।