দীপন কুমার দাস, ৬ নভেম্বর : রবিবার থেকে শুরু হওয়া সমগ্র দেশব্যাপী হিতচিন্তক অভিযানে বিশ্ব হিন্দু পরিষদ দেশের দেড় লক্ষ গ্রামে পৌঁছে এক কোটিরও বেশি হিন্দুকে সংযুক্ত করবে।
এই লক্ষ্যকে সামনে রেখে বিশ্বহিন্দু পরিষদ, দক্ষিণ পূর্ব প্রান্তের অন্তর্গত বিভিন্ন জেলাতেও হিতচিন্তক অভিযান শুরু হয়েছে।
আজ রবিবার দক্ষিণ-পূর্ব প্রান্তের শিলচর জেলা থেকে প্রান্ত সংগঠন মন্ত্রী পূর্ণ চন্দ্র মন্ডল, সভাপতি শান্তনু নায়েক, সম্পাদক স্বপন শুক্লবৈদ্য এবং সংগঠনের সদস্যরা এদিন সকাল থেকে হিতচিন্তক অভিযানে অংশ নেন।
এদিকে পশ্চিম কাছাড় জেলার কাটিগড়া চৌরঙ্গী, কালাইন, গুমড়া, বিহাড়া ইত্যাদি বিভিন্ন স্থানে হিতচিন্তক অভিযান শুরু হয়।
এদিন কাটিগড়ার চৌরঙ্গীতে হিতচিন্তক অভিযানে অংশ নেন প্রান্ত প্রচার ও প্রসার প্রমুখ শমীন্দ্র পাল, জেলা সহ সম্পাদক অশোক কুমার দাস, সহ সভাপতি জিতেন্দ্র দাস সহ অন্যরা।
কালাইনে হিতচিন্তক অভিযানে অংশ নেন প্রান্ত কার্য্যকর্তা বিজিত দাস, জেলা সভাপতি পরেশ চন্দ্র পাল, সহ সভাপতি বিভু ভূষন দে, গুমড়ায় বিভাগ সংগঠন মন্ত্রী রথীশ দাস।
বিভিন্ন প্রখণ্ডেও প্রান্ত, জেলা স্তর সহ প্রখণ্ড ও খণ্ড স্তরের কার্য্যকর্তারা উপস্থিত ছিলেন । অনুরূপ দক্ষিণ-পূর্ব প্রান্তের অন্তর্গত শ্রীভূমি জেলা, হাইলাকান্দি জেলা সহ ত্রিপুরা উপ প্রান্তের বিভিন্ন জেলাতেও এদিন হিতচিন্তক বা সদস্য ভর্তি অভিযান শুরু হয়েছে, যা চলবে ২০ নভেম্বর পর্যন্ত।