গুয়াহাটি, ৭ সেপ্টেম্বর, শুক্রবার : রাজ্যের ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি করাপশন সেল প্রায় প্রতিদিনই এক-দুজন করে অসৎ সরকারি কর্মীদের জালে পুরছে। শুক্রবার এরকমই এক অভিযানে হাতেনাতে পাকড়াও করা হল দুই সরকারি কর্মীকে।
দুর্নীতি দমন শাখার হাতে ধৃত ওই দুই সরকারি কর্মচারী কোকরাঝাড়ের বাসিন্দা। এদিন গোসাঁইগাঁওয়ে গ্ৰেফতার হওয়া দুজন হল বনকর্মী কামিনী নাৰ্জারি ও বনরক্ষী প্ৰবীণ ব্ৰহ্ম।
এদের বিরুদ্ধে অনেকদিন থেকেই ঘুস নেওয়ার অভিযোগ পাচ্ছিল দুৰ্নীতি দমন শাখা। দাবি করা টাকা নেওয়ার সময় দুজনকে হাতেনাতে পাকড়াও করেন ভিজিল্যান্স ও অ্যান্টি করাপশন সেলের কর্তারা।
জানা গেছে বন বিভাগের একটি মামলার সুরাহা করে দেবার নাম করে ধৃত দুজন ঘুসের দাবি করেছিল। রাজ্যের ডিজিপি (স্পেশাল) জি পি সিং টুইট করে সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।