সুপ্রিয় পাল, দুল্লভছড়া, ৬ নভেম্বর : বিগত চল্লিশ বছর থেকে ফাকূয়া গ্রামে রেলক্রসিং গেইট না থাকাতে স্থানীয় নাগরিকদের নানান সমস্যার সন্মখিন হতে হচ্ছে। এ নিয়ে ৪ নভেম্বর ফাকূয়া গ্রামের নেতাজী ক্লাবে অনিল চন্দ্র দাসের পৌরহিত্য এক সভা অনুষ্টিত হয়।
এই সভায় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত এডিসি নিলমনি দাস, রামদেব দাস, প্রতাপ নমশূন্দ্র, ফুল কুমার দাস সহ প্রায় শতাধিক পূরুষ ও মহিলা।
সভায় স্থানীয় নাগরিকেরা বিভিন্ন সমস্যার গুলির মধ্যে গুরুত্ব পূর্ণ রেলক্রসিং নিয়ে দীর্ঘ আলোচনা করেন এবং অনেক বছর থেকে ফাকুয়ায় একটি রেলক্রসিং গেইট বসানোর দাবি জানিয়ে আসার পরও না বসানোয় ক্ষোভ প্রকাশ করেন।
রেলের উত্তর ও দক্ষিণে থাকা ২৭টি গ্রামের প্রায় পনেরো হাজার লোক বসবাস করছেন।
কিন্তু রেল লাইনের কারনেই দুটি গ্রামের যোগাযোগ বিছিন্ন হয়ে পড়ায় স্থানীয় সমস্যা সমাধানে একে অপরকে সাহায্য করতে তারা ব্যর্থ।
জলন্ত স্থানীয় সমস্যা গুলির সমাধানে গ্রাম গুলিতে প্রবেশে ব্যর্থ হচ্ছে পুলিশ প্রশাসন অগ্নি নিবার্পক সহ সরকারি এমবুলেন্সও।
গর্ভবতী মহিলা, রোগী, স্কুল-কলেজ পড়ূয়া ছাত্র-ছাত্রী, নিত্য খেটে খাওয়া লোকজন সহ ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যায় ভূগছেন। সভায় উক্ত স্থানে দুইটি রাস্তার সংযোগ স্থানে রেল ক্রসিং গেইট বসানোর দাবিতে ৬২ জনের স্বাক্ষর করা একটি স্মারক পত্র ৬ নভেম্বর লামডিং রেল ডিভিশনের ম্যানেজারের নিকট প্রদানের পাশাপাশি প্রতিলিপি বদরপুর এরিয়া ম্যানেজারেড় কাছেও প্রদান করেন তারা।