পরিচারিকাকে ধর্ষণ-খুন করে আত্মহত্যার রূপ
মঙ্গলদৈ, ৭ নভেম্বর : দরং জেলার ধুলার আদিবাসী পরিচারিকার মৃত্যুর ভুয়ো পোস্টমৰ্টেম রিপোৰ্ট দেওয়া মঙলদৈ সরকারি হাসপাতালের তিন চিকিৎসক গ্ৰেফতার হলেন সোমবার।
এই তিন জন ডাক্তার হলেন ডাঃ অরুণ ডেকা, ডাঃ অনুপম শৰ্মা এবং ডাঃ অজন্তা বরদলৈ।
উল্লেখ্য যে গত সপ্তাহের ১ নভেম্বর ঢেকিয়াজুলির পরিচারিকা কিশোরীর হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার অভিযোগে গ্ৰেপ্তার করা হয়েছিল ধূলা থানার ওসি উৎপল বরাকে।
অভিযোগ অনুসারে দরঙের ধূলায় এসএসবি জওয়ান কৃষ্ণকমল বরুয়ার বাসগৃহে পরিচারিকা কিশোরীর রহস্যজনক হত্যাকাণ্ডকে থানার ইনচার্জ ওসি উৎপল বরা আত্মহত্যার রূপ দিয়েছিলেন।
পরবৰ্তী সময়ে মরণোত্তর পরীক্ষা করা চিকিৎসকদেরও ম্যানেজ করেছিলেন উৎপল বরা৷
কিন্তু এই ঘটনার পরই রাজ্যের বিভিন্ন প্ৰান্তে ন্যায় চেয়ে ব্যাপক বিক্ষোভ-প্ৰতিবাদও হয়েছিল, সেই প্ৰতিবাদের পরই আরতি তুরির ওদালগুড়িস্থিত বাসগৃহে উপস্থিত হয়েছিল মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা৷
মুখ্যমন্ত্ৰীর নিৰ্দেশে সঙ্গে সঙ্গেই তিনিজন আধিকারিককে নিয়ে গঠন করা হয়েছিল এসআইটি৷ সিট-এর সরেজমিন তদন্তে প্রকাশ্যে এসেছিল ভয়ংকর সব তথ্য৷
মৃতদেহ উদ্ধার করার সময় কোনোধরনের ভিডিয়ো’গ্ৰাফি বা ফিংগারপ্ৰিন্ট নেওয়া হয়নি, চিকিৎসকরাও দেননি মরণোত্তর পরীক্ষার প্ৰকৃত তথ্য। এদিকে, গোটা ঘটনাক্রমে ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গেছে যে পরিচারিকা কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়। এরপর পুলিশই ঘটনাটিকে আত্মহত্যার রূপ দেয়।