ড্রাগস বিরোধী স্বচেতনতায় শিলচরে প্রথমবারের মতো “এমএলএ” কাপ সংগঠন আহ্বানের

Spread the love

শিলচর, ৭ নভেম্বর : শিলচর ইণ্ডিয়া ক্লাব ময়দানে প্রথমবারের মতো আয়োজিত হলো “এমএলএ” কাপ ২০২২।

সংগঠন আহ্বানের উদ্যোগ তথা বিধায়ক দীপায়ন চক্রবর্তীর প্রচেষ্টায় সোমবার আয়োজিত ওয়ার্ড ভিত্তিক ক্রীকেট প্রতিযোগিতার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কাছাড় জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায়।

 প্রতিযোগীতায় শহরের ২৮টি ওয়ার্ড থেকে ২৮টি দল অংশগ্রহণ করেন। ড্রাগসের বিরুদ্ধে স্বচেতনতা ছড়াতে এধরনের প্রতিযোগিতা আয়োজিত করায় বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে সাধুবাদ জানান আমন্ত্রীত অথিতিরা।

 প্রতিযোগীতায় বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তারা এদিন জানান যে, খেলাধুলার মাধ্যমে নতুন প্রজন্ম একটি নতুন দিশা পাওয়ার পাশাপাশি ড্রাগস মুক্ত সমাজ গঠনে এই ক্রীকেট প্রতিযোগিতা এক প্রশংসনীয় ভূমিকা পালন করবে।

এই প্রতিযোগীতার মাধ্যমে শহরকে ড্রাগসের প্রচলন থেকে কিছুটা হলেও রক্ষা করা সম্ভব হবে বলে এদিন আশা প্রকাশ করেছেন অনেকেই।

ড্রাগসের বিরুদ্ধে বর্তমান আসাম সরকার ও রাজ্যজুড়ে বিশেষ ভাবে কাজ করে যাচ্ছে। যুব প্রজন্মকে ড্রাগসের কবল থেকে সরিয়ে আনতে বিধায়ক ওয়ার্ড ভিত্তিক যে ক্রীকেট প্রতিযোগিতার আয়োজন করেছেন তা অনেক প্রশংসনীয় বলেও এদিন মত প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা।

 তাঁরা আরও জানান ক্রীকেট প্রেমী অনেকেই আছেন যারা সময় মতো খেলার সুযোগ পাননি।

বিধায়কের প্রচেষ্টায় আয়োজিত ওয়ার্ড ভিত্তিক ক্রীকেট প্রতিযোগিতায় শহরের নব প্রজন্ম এগিয়ে এসে নিজের দক্ষতা প্রদর্শন করার পাশাপাশি আগামীতে বিভিন্ন ক্লাবের হয়ে খেলে রাজ্যস্তরের প্রতিযোগিতায় স্থান করতে সক্ষম হবে বলেও এদিন আশা ব্যক্ত করেছেন তাঁরা।

 প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে আম্পায়ারদের সিদ্ধান্ত সহ আয়োজকদের তরফে জারি করা বিধিনিষেধ মেনে চলতে সকল খেলোয়াড়দের প্রতি এদিন আবেদন জানিয়েছেন শহরের বিশিষ্টজনেরা।  এদিন কাছাড় জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায়, শিলচর ডেভেলাপমেন্ট অথরিটির চ্যায়ারম্যান মঞ্জুল দেব, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বাবুল হোড়, দিলীপ রঞ্জন নন্দী, বিজেপি নেতা দেবাশীষ সোম, হুসেন আহমেদ লস্কর, বিপ্লব দেবনাথ, শান্তনু রায়, মধুমিতা শর্মা, আশীষ চক্রবর্ত্তী ও আয়োজক সংস্থার সভাপতি দেবব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token