শিলচর, ৭ নভেম্বর : গ্রাহক সুরক্ষা সমিতির শিলচর শহর কমিটির পক্ষ থেকে দেবাশীষ রায়ের নেতৃত্বে এক প্রতিনিধি দল শিলচর খাদ্য সরবরাহ বিভাগের অধিক্ষক এস কাকতির সাথে দেখা করেন।
তারা কাছাড় জেলার বিভিন্ন অঞ্চলের রেশন ডিলাররা পোচ মেশিনের দ্বারা সরকারি নির্দেশমতো খাদ্য সুরক্ষার রেশন কার্ডের সাথে আধার কার্ডের সংযোজনের যে প্রক্রিয়া শুরু করেছেন সেই প্রক্রিয়ার বিভিন্ন স্ত্রুটি তুলে ধরেন।
প্রতিনিধি দল খাদ্য সরবরাহ বিভাগের অধিক্ষকে জানান, বিভিন্ন রেশন ডিলারের কাছে থাকা এ পোচ মেশিনের ত্রুটির বা রেশন ডিলারদের কু মতলবের জন্য আধার কার্ড দেওয়ার পরও কাছার জেলার হাজার হাজার হিতাধিকা্রীর নাম খাদ্য সুরক্ষার রেশন কার্ডে সংযোজন হয়নি।
ফলে ওই সব হিতাধিকারীর নাম রেশনকার্ডের তালিকা থেকে বাদ পড়েছে। কাছার জেলার বিভিন্ন অঞ্চলের ডিলাররা বাদ পড়ে যাওয়া হিতাধি কারীদের রেশন বন্ধ করে দিয়েছেন।
গ্রাহক সুরক্ষা সমিতির প্রতিনিধি দল অধিক্ষককে স্পষ্ট জানিয়ে দেন, সরকারি ত্রুটির জন্য যাদের নাম বাদ পড়েছে তাদের রেশন বন্ধ করা চলবে না।
এছাড়াও অন্যান্য অনেক গুরুত্বপূণ বিষয় নিয়ে আলোচনা হয়।
খাদ্য সরবরাহ বিভাগের অয়াধিকারিক প্রতিনিধি দলকে বলেন, এ ধরনের যতগুলো অভিযোগ রয়েছে সেইসব হিতাধিকারীরা সাদা কাগজে সম্পূর্ণ নাম ঠিকানা ও রেশন কার্ডের নম্বর, মোবাইল নম্বর দিয়ে শিলচর খাদ্য সরবরাহ বিভাগের অফিসে জমা দিতে।
এই অভিযোগের তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। গ্রাহক সুরক্ষা সমিতির প্রতিনিধি দল এসব ব্যাপারে অবিলম্বে ব্যবস্থা না নিলে খাদ্য সরবরাহ বিভাগ অচল করে দেওয়া হবে জানান। প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে ছিলেন জীবন অধিকারী, গৌরব দেব, প্রশান্ত দে, জয় দাশগুপ্ত, পুষ্পিতা দেবী ও রাজেন্দ্র সরকার।