পরিকল্পনাহীনভাবে রাজধানী স্থানান্তর করেই ব্যাপক ক্ষতি
গুয়াহাটি, ৭ নভেম্বর : রাজ্যের গৃহ নির্মাণ ও নগর পরিক্রমা তথা জলসেচ বিভাগের মন্ত্রী অশোক সিংহল সোমবার স্বেচ্ছাসেবী সংস্থা আরণ্যক-এর উদ্যোগে গুয়াহাটির নেডফি হাউসে মহানগরের নদী ও জলাশয়গুলির পুনরুজ্জীবিতকরণ ও সংরক্ষণের বিষয় নিয়ে এক কর্মশালায় মুখ্য অতিথিরহিসেবে অংশগ্রহণ করেন।
অসম সরকারের রাজ্য উদ্ভাবন ও রূপান্তর আয়োগ তথা অসম বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ পরিষদের সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় এবিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বহনক্ষম নগর উন্নয়নের লক্ষ্যে রাজধানী গুয়াহাটিরর মধ্য দিয়ে যাওয়া নদী, জলাশয় তথা আর্দ্র ভূমিগুলির সংরক্ষণ ও পুনরুজ্জীবিতকরণের জন্য বিজ্ঞানসম্মত সমাধান সূত্র অন্বেষণের জন্য সারাদিনব্যাপী আলোচনায় বহু বিশিষ্ট ব্যক্তি অংশগ্রহন করেন।
বিশিষ্ট পরিবেশবিদ অধ্যাপক পরিমলচন্দ্র ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ কর্মশালায় নিজের বক্তব্যে মন্ত্রী অশোক সিংহল বলেন, শিলং থেকে রাজধানী স্থানান্তরের পর অতি দ্রুতগতিতে হওয়া অপরিকল্পিত উন্নয়নের ফলে গুয়াহাটি শহরের কিছু দিক খুব ক্ষতিগ্রস্ত হয়। তিনি বলেন, বর্তমান সরকার মহানগরের সম্প্রসারণের জন্য বহু প্রচেষ্টা হাতে নিয়েছে ও এই প্রয়াস সার্থক হলে শহরটি আরো সুন্দর হবে ।