ধলাই, ৭ নভেম্বর : লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টে বেশ কয়েকটি কাঁচা সুপারি বোঝাই গাড়ি আটকা পড়েছে। বার্মিজ সুপারির গেঁড়াকলে এবার স্থানীয় সুপারি।
সোমবার বিকাল মিজোরাম উৎপাদিত সুপারি নিয়ে আসা কাঁচা সুপারি বোঝাই বেশ কিছু গাড়ি আটকানোর ফলে বিপাকে স্থানীয়রা ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা জানান, গত সপ্তাহ দিন থেকে মিজোরাম থেকে কাঁচা সুপারি নিয়ে আসছেন তারা।
কিন্তু হঠাৎ করে আজ কাঁচা সুপারি বোঝাই গাড়ি লায়লাপুরে আটকে দেওয়ার ফলে অনেক ক্ষতি সাধনের সম্মুখীন হতে হচ্ছে তাদের।
ব্যবসায়ীরা আরো বলেন লায়লাপুর পুলিশ পেট্রোল পোষ্টের ভিতরের গ্রামের সুপারিও নিতে পারছেন না তারা।
তাহলে কি লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টের উপরভাগ মিজোরাম।
এ ব্যাপারে তারা লাইলাপুর পোস্টের ইনচার্জের সাথে কথা বললে তিনি জানান মিজোরামের কোনো সুপারি নিতে দেওয়া হবে না।
বিষয়টি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তাঁরা জানান, দীর্ঘ বছর থেকে মিজোরাম থেকে কাঁচা সুপারি ব্যবসা করে আসছেন তারা। এ বৎসরও সপ্তাহদিন থেকে সুপারি ব্যবসা করে আসছেন।
তবে হঠাৎ করে সোমবার লায়লাপুরে কাঁচা সুপারি আটকে দেওয়ার ফলে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের।
ব্যবসায়ীরা হলেন- ফয়েজ আহমেদ বড়ভুইয়া, ইন্তাজুর রহমান লস্কর, কুটি রাজা, কুতুব উদ্দিন, ময়না মিয়া, মহিম উদ্দিন, ফখরুল ইসলাম, সাদিক আহমেদ, জসিম উদ্দিন, রাজিব উদ্দিন প্রমুখ। উনারা বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন।