জুলি দাস
করিমগঞ্জ, ১০ নভেম্বর : দ্রুতগতি আসা এক মোটরবাইকের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন এক পৌঢ়। তাঁর নাম মানবেন্দ্র রায় (৫০)। বাড়ি শিলচর রোড এলাকায়।
জখম হয়েছেন বাইক চালক পাপলু ধরও। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ। মোটর বাইকটি শহর অভিমুখে আসছিল। দুর্ঘটনাগ্রস্থ মোটরবাইকটি উদ্ধার করে সদর থানায় নিয়ে এসেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের দেওয়া বিবরণ অনুযায়ী, এএস ১১ এন ০৫৪৯ নম্বরের একটি দ্রুতগতিতে আসা বাইক শহরে প্রবেশের পথে সেনকো পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় স্বজোরে ধাক্কা মারে স্থানীয় মানবেন্দ্র রায়কে।
সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি গিয়ে পড়ে পাশের জলাশয়ে।
দুর্ঘটনার শব্দ শুনে আশপাশের জনগণ দ্রুত ছুটে এসে দূর্ঘটনায় আহত মানবেন্দ্র রায়কে সেখান থেকে উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেন। তাঁর শরীর দিয়ে রক্ত ঝরছিল।
তবে জখম গুরুতর থাকায় কর্তব্যরত চিকিৎসক মানবেন্দ্রবাবুকে প্রাথমিক চিকিৎসার পর শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সঙ্গে সঙ্গে তাঁকে চিকিৎসকের পরামর্শে নিয়ে যাওয়া হয় মেডিকেলে।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয় ট্রাফিক পুলিশ। রশি দিয়ে টেনে বাইকটি জলাশয় থেকে উপরে নিয়ে আসার পর সদর থানায় নিয়ে যায় পুলিশ।