গণ আওয়াজ, হাইলাকান্দি প্রতিনিধি মোস্তাফা এ মজুমদারের রিপোর্ট, ২৩ অগাস্ট, মঙ্গলবার : নিযুক্তি পরীক্ষার সেন্টার হাইলাকান্দি জেলায় স্থাপন এবং যানজট সমস্যায় চতুর্থ বর্গের পরীক্ষায় বসতে না পারা প্রার্থীদেরকে পুনরায় পরীক্ষার সুযোগ করে দেওয়ার দাবিতে কংগ্রেস, রাইজর দল, সিপিআই(এম), সিপিআই চার দলীয় বিরোধী ঐক্যমঞ্চের ডাকা প্রতিবাদী মিছিলে আজ উত্তাল হয়ে ওঠে হাইলাকান্দি জেলা সদর।
মঙ্গলবার জেলা কংগ্রেসের সভাপতি সামস উদ্দিন বড়লস্কর, রাইজর দলের জেলা সভাপতি জহির উদ্দিন লস্কর, সিপিএমের যুগ্ম সম্পাদক চিন্তামনি চিন্তাহরণ সুত্রধর ও সিপিআই-র জেলা সভাপতি আব্দুল কালাম চৌধুরীর নেতৃত্বে শতাধিক প্রতিবাদকারী হাইলাকান্দি কংগ্রেস ভবন থেকে মিছিল করে জেলাশাসকের কার্যালয়ে পৌছেন।
তাঁরা হাইলাকান্দি জেলার প্রতি সরকারের বৈষম্যমূলক আচরণের তীব্র প্রতিবাদ জানিয়ে পরিবেশ উত্তাল করে তোলেন।
এদিন জেলা কংগ্রেস সভাপতি সামস উদ্দিন বড়লস্কর ও রাইজর দলের জেলা সভাপতি জহির উদ্দিন লস্কর নিজ নিজ বক্তব্যে হাইলাকান্দির জনগণের প্রতি বৈষম্যমূলক আচরনের অভিযোগ এনে হিমন্ত বিশ্বশর্মা সরকারের কঠোর সমালোচনা করেন।
তাঁরা বলেন, বরাক উপত্যকার তিন জেলার ২৭ হাজারের অধিক পরীক্ষার্থী ৩য় ও ৪র্থ বর্গের নিয়োগ পরীক্ষার জন্য আবেদন করেন।
কিন্তু শুধুমাত্র কাছাড় জেলায় পরীক্ষার সেন্টার দেওয়ার ফলে অত্যাধিক যানজটের সৃষ্টি হওয়ায় হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলার ৫২২৮ জন পরীক্ষার্থী পরীক্ষাকে বঞ্চিত হতে হয়েছে।
সরকারের বৈষম্যমূলক আচরণ ও কাছাড় জেলা পুলিশ প্রশাসনের ব্যর্থতায় পরীক্ষা থেকে বঞ্চিত হয়ে পরীক্ষার্থীরা মানসিকভাবে ভেঙে পড়েছেন।
তাদেরকে পুনরায় পরীক্ষার সুযোগ করে দিতে সরকারের কাছে চার দলীয় বিরোধী ঐক্যমঞ্চের জহির উদ্দিন লস্কর, সামস উদ্দিন বড়লস্কর দাবী জানান।
এরপর আন্দোলনকারীদের এক প্রতিনিধিদল জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের মূখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রধান করেন।
দাবি পূরণ না হলে চার দলীয় ঐক্যমঞ্চের নেতৃত্বে বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারী দিয়েছেন নেতৃবর্গরা।
এদিনের আন্দোলনকে সমর্থন জানিয়ে উপস্থিত ছিলেন ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির কেন্দ্রীয় উপসভাপতি ফরিদ উদ্দিন লস্কর, কৃষক মুক্তির জেলা সভাপতি শরিফ উদ্দিন মাঝারভূইয়া, সম্পাদক আজহারুল ইসলাম বড়ভূইয়া। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাটলিছড়া ব্লক কংগ্রেসের সভাপতি বাচ্চু পাল, জেলা কংগ্রেসের শুভঙ্কর ভট্টাচার্য, মনোজ মোহন দেব, মিতুজ্জামান লস্কর, আরশাদ মজুমদার, রাইজর দলের যুব সংগঠন জাতীয় যুব বাহিনীর কেন্দ্রীয় সহকারী সম্পাদক জারজিস আহমদ লস্কর, রাইজর দলের জেলা সমিতির কার্যালয় সম্পাদক হাসান আহমদ লস্কর প্রমূখ।