শিলচর, ১৩ নভেম্বর : শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়োজিত হোমগার্ডের হাতে নিগৃহীত হলেন হিন্দুস্তান টাইমস এবং দৈনিক প্রান্তজ্যোতি সাংবাদিক বিশ্ব কল্যাণ পুরকায়স্থ।
বিশ্ব কল্যাণ জানিয়েছেন, তার বউদি – বর্তমানে মেডিক্যালে চিকিৎসাধীন। শনিবার রাতে তিনি বউদির জন্য খাবার নিয়ে গেলে কর্তব্যরত এক হোমগার্ড তার সঙ্গে উদ্ধত আচরণ করেন।
তিনি এর প্রতিবাদ করলে পেছন থেকে এসে অন্য একজন হোমগার্ড তার উপর লাঠি চালিয়ে দেন। এই ঘটনার খবর পেয়ে অন্যান্য সংবাদকর্মীরা মেডিক্যালে ছুটে যান।
পরে সাংবাদিক বিশ্ব কল্যাণ পুরকায়স্থকে প্রথমিক চিকিৎসা করার জন্য শিলচর সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে উপস্থিত হন পুলিশ কর্মকর্তা সহ কাছারের পুলিশ সুপার নুমাল মহাত্তা। পুলিশ সুপারের নির্দশে মেডিকেলে নিয়োজিত হোমগার্ডকে আটক করা হয়।
এই ঘটনায় সাংবাদিকরা ওই হোমগার্ডের শাস্তির দাবি জানান।
সাংবাদিকদের উপর এই ধরণের ঘটনায় মেডিকেল কলেজের বিভিন্ন কর্মকান্ড নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। বিশেষ করে এই ঘটনায় প্রমান করেছে শিলচর মেডিকেল কলেজে সারাধারণ রুগী ও মানুষকে কি ভাবে শারীরিক এবং মানসিক হয়রানির শিকার হতে হয়।