শুভ দাস, করিমগাঞ্জ, ১৩ নভেম্বর : শিলচরের এ.এস প্রডাকশন হাউসের এক বছর পুর্ণ হল। ঠিক আজকের দিনেই এ.এস প্রডাকশন হাউসের প্রথম উদ্যোগ ছিলো আইকনিক ফেস অব বরাক ফ্যাশন সচেতন মেধাবী ছেলেমেয়েদের যোগ্য প্ল্যাটফর্ম দেওয়ার।
এক বুক আশা নিয়ে মাঠে নামেন অরিন্দম এবং সৌভিক। যেমন ভাবনা তেমন কাজ।
সাফল্যতো পেয়েছে বটেই, এক বাড়তি সাফল্যের উচ্ছ্বাসে অনুপ্রাণিত হয়ে পর পর ৫-৬ টি নজরকাড়া সাফল্যের অনুষ্ঠান বরাকবাসীকে তারা দিতে পেরেছে।
বাধা বিপত্তিকে তোয়াক্কা না করেই নিজের অভিষ্ট লক্ষ্য পুরণের আশায় ছিল তারা। তবে তাদের এই উদ্যোগকে সাফল্যে পৌঁছে দিতে শিলচরের বিশিষ্ট ব্যক্ত্বিত্বদের প্রান খোলা সহযোগিতা আর সমর্থন না থাকলে সম্ভব হত না।
শনিবার এ.স পরিবারের কয়েকজন সদস্য মিলে পরর্বর্তী অনুষ্ঠানের জন্য বিস্তর আলোচনা করেছেন। কিন্তু আড়ম্বরপূর্ণ জাকালো আয়োজন নয়।
অরিন্দম এবং সৌভিক জানান আমরা কাজে বিশ্বাসী, ভালো কাজই আমাদের দৃঢতার সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে।
অগ্রনী সাংস্কৃতিক প্রতিষ্ঠান এ.এস প্রডাকশন হাউসের উদ্যোগে বরাকে প্রথম বারের মতো ব্রাইডেল মেকআপ প্রতিযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে।
বিভিন্ন নতুন শৈল্পিক চিন্তাধারায় সাজিয়ে তোলা হবে এই অনুষ্ঠান। যেহেতু এই বিষয়বস্তু শিলচরের বুকে প্রথম তাই এক অন্যভাবনায় উপস্থাপন করা হবে প্রতিযোগিতাটি।
ছয়বারের নজরকাড়া সাফল্যের পর এবারে এই উদ্যোগ হাতে নিয়েছেন ডিরেক্টর অরিন্দম দাস এবং কো-ডিরেক্টর সৌভিক রায়।
একবছর পুর্তি উপলক্ষে থাকবে আরোও নানা অনুষ্ঠান, আসবেন অনেক বিশিষ্ট অতিথিরা। কিছুদিনের মধ্যেই জানানো হবে অনুষ্ঠানের তারিখ, সময় এবং স্থান।
অনুষ্ঠানের বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন এই নম্বরে +917002250736/ +918811863845
এ.এস পরিবারের পক্ষ থেকে অরিন্দম দাস এবং সৌভিক রায় সকলের আশির্বাদ এবং সহযোগিতা কামনা করছেন। অনুষ্ঠান সাফল্যমন্ডিত হওয়ার প্রত্যাশায় এ.এস পরিবার। এদিনের আলোচনায় উপস্থিত ছিলেন ডাইরেক্টর অরিন্দম দাস, কো – ডিরেক্টর সৌভিক রায়, এবং স্বরুপ রায়, রূপরাজ নাথ, বিজয় সাহানি, ইকবাল হুসেন প্রমুখ।