গুয়াহাটি, ১৩ নভেম্বর : শীঘ্রই বসুন্ধরার দ্বিতীয় পর্যায় আরম্ভ হচ্ছে। রাজ্যের জনসাধারণের ভূমি সম্পর্কিত সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকারের রূপায়ণ করা মিশন বসুন্ধরার প্রথম পর্যায় সফলতার সঙ্গে সম্পন্ন হয়েছে।
এর পরই এখন মিশন বসুন্ধরার দ্বিতীয় পর্যায় আরম্ভ করা হবে। জমির উত্তরাধিকারী সূত্রে নামজারি, দলিল, বিবাদহীন বাটোয়ারা, এক বিঘার কম কৃষিজমিকে অ-কৃষিজমিতে পরিবর্তন করা ইত্যাদি কাজ অর্ন্তভুক্ত করা হবে।
এছাড়া লিজের জমির মেয়াদি পাট্টাকরণ, দখল স্বত্ব না-থাকা পাট্টাদারের নাম পাট্টা থেকে কর্তন করা ইত্যাদিও এই ব্যবস্থার অধীনে করা হবে।
জনসাধারণ এই সেবাগুলি লাভ করতে www.rtps.assam.gov.in এ লগ ইন করতে পারবেন অথবা নিকটবর্তী সরকারি সুবিধা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ।