গুয়াহাটি, ১৪ নভেম্বর : এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমল বেশ কিছুদিন থেকে চর্চায় রয়েছেন। তিনি নাকি বিজেপিতে যোগ দিচ্ছেন।
আজ উত্তর করিমগঞ্জের বিধায়ক তথা প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি কমলাক্ষ দে পুরকায়স্থ এই চর্চাকেই হাতিয়ার করে এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমলকে রাজনীতি থেকে বিদায় নেওয়ার পরামর্শ দিলেন।
কমলাক্ষ বিজেপির সমালোচনা করতে গিয়ে এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমলকে কটাক্ষ করে বলেন, বিজেপি ভয়ঙ্কর, এই দলে যোগ দেওয়া আর জেলে থাকা সমান।
কংগ্রেস বিধায়ক এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমলকেও সমালোচনা করতে ছাড়েন নি। তিনি আজমলকে রাজনীতিকে বিদায় জানানোর পরামর্শ দেন।
বলেন, বদরুদ্দিন আজমলের উচিত রাজনীতিকে বিদায় জানানো। রাজনীতিতে এসে সমাজে বিভেদ সৃষ্টি না করার জন্য সতর্ক করেন।
দক্ষিণ আসামের ‘ভারত জোরো’-তে মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে। যোরহাট, শিবসাগর সহ আমাদের মূল স্রোতে এটি শুরু হলে বিজেপি জানতে পারবে কংগ্রেস কতটুকু শক্তিশালী।
আপনি যদি বিজেপিতে যোগ দেন তবে আপনার জেলে থাকা উচিত বলেন কমলাক্ষ। কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া বিধায়কদের প্রসঙ্গও টেনে আনেন। এদিকে দেউরি স্বায়ত্তশাসিত পরিষদ নির্বাচনে কেনা-বেচার আশংকা জিয়ে রাখেন উত্তর করিমগঞ্জের বিধায়ক তথা প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি কমলাক্ষ দে পুরকায়স্থ।