বনধ প্রত্যাহার করতে প্রশাসনিক হুমকি নোটিশ, বিডিএফ-এর প্রতিক্রিয়া

Spread the love

শিলচর, ১৬ নভেম্বর : বরাকের কর্মপ্রার্থীদের বঞ্চনা ও মেঘালয়ে অনুপজাতিদের উপর ধারাবাহিক নির্যাতনের প্রতিবাদে বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের ডাকা ১৮ নভেম্বর ১২ ঘন্টার বরাক বনধ প্রত্যাহার করার নির্দেশ দিয়ে বিডিএফ নেতৃত্বকে পুলিশ প্রশাসনের হুমকি নোটিশ পাঠানোয় প্রতিক্রিয়া ব্যক্ত করেছ বিডিএফ।

এক প্রেস বার্তায় বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় জানিয়েছেন গত ১০ নভেম্বর সাংবাদিক সম্মেলন করে দাবিগুলো সমাধানে সরকারকে ৭ দিনের সময় দিয়েছিল বিডিএফ। যদি সরকার দাবী মেনে না নেওয়া হয় তবে ১৮ নভেম্বর বরাক বনধ পালনের জন্য বরাক বাসীকে আহ্বান জানিয়েছিল।

কিন্তু তা না করে পুলিশের মাধ্যমে হুমকি নোটিশ দেওয়া হয়েছে।

বিডিএফ মুখ্য আহ্বায়কের প্রশ্ন, থানার অফিসার এধরনের হুমকি নোটিশ দেওয়ার কে? এর আগে বিভিন্ন দাবী আদায়ে অনেক আন্দোলন করলেও কোনদিন এরকম পুলিশি হুমকি নোটিশ পাননি বলে দুঃখ প্রকাশ করেন।

প্রদীপ বাবু আরো বলেন যে যথাসময়ে আবেদন করার পরও প্রশাসন বনধের প্রচারের জন্য মাইকিং এর অনুমতি দেয়নি, এভাবে প্রশাসন বনধ বানচাল করতে বিভিন্ন বাধার সৃষ্টি করছে।

তিনি বলেন, জনগণ স্বতস্ফুর্ত ভাবে এই বনধ সফল করবেন।

বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন, নোটিশ থেকে মনে হচ্ছে কোন সমাজবিরোধী কাজ করা হচ্ছে। পুলিশ আধিকারিকের জানা থাক উচিত এই অধিকার সংবিধান স্বীকৃত।

জয়দীপ ক্ষোভ প্রকাশ করে বলেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই গনতান্ত্রিক কোন আওয়াজ তুললে প্রশাসনিক হুমকি, মিথ্যা মামলা দমন পীড়ন ইত্যাদির মাধ্যমে রুদ্ধ করে দেওয়ার প্রবণতা প্রচন্ড বেড়েছে।

 সুস্থ গনতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অশনি সংকেত বলে মনে করেন। তিনি এর বিরুদ্ধে প্রত্যেক গনতন্ত্র প্রেমী নাগরিককে রুখে দাঁড়াতে আহ্বান জানান।

আইনুল হক মজুমদার বলেন, শাসকদলের একাংশ নেতা চাকরি নিয়ে বরাক বঞ্চনা হয়নি বলে দাবী করছেন, এখানকার প্রচুর প্রার্থী নিযুক্তি পেয়েছেন।

তিনি বলেন, আমাদের প্রথম দাবিই ছিল বরাকের তিন জেলা থেকে কতজন পেয়েছে তাদের তালিকা, স্থান, প্রাপ্ত নম্বর সহ সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন আকারে প্রকাশ করতে হবে। কিন্তু সরকার করেনি কেন? এই প্রশ্ন তুলেন বিডিএফ আহ্বায়ক আইনুল হক মজুমদার।  

বিডিএফ কেন্দ্রীয় কমিটির খাইদেম কান্ত সিং কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, এআইউডিএফ, সিপিআই, আমরা বাঙালি, বাঙালি নবনির্মান সেনা, আসাম মজুরি শ্রমিক ইউনিয়ন, ফোরাম ফর স্যোসাল হারমনি, মার্চ ফর সায়েন্স সহ বহু দল, সংগঠন ইতিমধ্যে এই বনধকে সমর্থন ও সক্রিয় সহযোগিতার আশ্বাস দেওয়ায় কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন এটাই বিডিএফ এর উত্থাপিত দাবির যথার্থতা প্রমাণ করছে। খাইদেম কান্ত সিং বলেন, এই বনধের আহ্বায়ক ও সমর্থনকারী সমস্ত দল, সংগঠন গনতান্ত্রিক আদর্শে বিশ্বাসী।

তাই বনধের সময় কোন ধরনের জোরজবরদস্তি বা হিংসার কোন প্রশ্নই উঠেনা। বনধ সম্পুর্ন শান্তিপূর্ণ থাকবে।

তবে তিনি বলেন যে তাঁদের কাছে খবর আছে, বিজেপি যুব মোর্চার কিছু সদস্য বানচাল করার পরিকল্পনা করছে এবং এদিন তাঁরা উত্তেজনা সৃষ্টি ও হিংসাত্মক ঘটনা ঘটাবার ছক কষছে।  তাই এব্যাপারে প্রশাসনকে বিশেষ সতর্ক থাকার আগাম আবেদন জানিয়েছেন তিনি। একই সাথে জনগনকে কোন ধরনের প্ররোচনায় কান না দেবার আহ্বানও জানিয়েছেন তিনি।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token