স্বেচ্ছায় পদত্যাগ করুণ, নতুবা ১৯ নভেম্বর কুশপুতুল দাহ ও বৃহত্তর আন্দোলন গড়ে তুলার হুংকার
হাইলাকান্দি, ১৬ নভেম্বর : বার্মিজ সুপারীর নামে বরাক উপত্যকার উৎপাদিত স্থানীয় সুপারী ক্রয় বিক্রয়ে পুলিশের বাধা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদে সরব হয়েছে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা সমিতি।
সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কবির উদ্দিন লস্কর আজ হাইলাকান্দিতে এক সাংবাদিক সম্মেলন করে উপত্যকার দুজন সাংসদ ও পনেরো জন বিধায়কের ভূমিকায় প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেন।
তিনি বলেন, বরাকের বিভিন্ন স্থানে এতগুলো চেক গেট এবং পুলিশ স্টেশন থাকা সত্ত্বেও কিভাবে বার্মিজ সুপারীর গাড়ি এখানে প্রবেশ করে? কে এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে ? বলে প্রশ্ন করেন তিনি।
কবির আরও বলেন, বরাকের স্থানীয় সুপারী কেনাবেচায় সৃষ্ট হওয়া সমস্যা সমাধানে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন উপত্যকার শাসক-বিরোধী দলের ১৫ জন বিধায়ক ও দু’জন সাংসদ।
বরাকের ১৫ জন বিধায়ক এবং দু’জন সাংসদের নীরব ভুমিকায় হতাশ হয়ে পড়েছেন উপত্যকার সুপারী চাষী সহ ব্যবসায়ীরা।
তাই এবার বরাক উপত্যকার ১৫ জন বিধায়ক এবং ২ জন সাংসদের প্রতিকৃতি দাহ করে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা সমিতি।
আগামী ১৯ নভেম্বর হাইলাকান্দিতে বরাকের শাসক-বিরোধী ১৫ জন বিধায়ক ও ২ জন সাংসদের প্রতিকৃতি দাহ করে প্রতিবাদ জানাবে যুব ছাত্র পরিষদের কর্মকর্তারা।
সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কবির উদ্দিন লস্কর বলেন, বরাকের মানুষের সমস্যা সমাধানে সম্পুর্ন ব্যর্থ হয়েছেন বিধায়করা।
নিজেদের ব্যর্থতা শিকার করে পদ থেকে ইস্তফা দিতেও আহ্বান জানান কবির উদ্দিন লস্কর। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সমিতির সম্পাদক রবিজুল আলম লস্কর, হোসেন আহমদ মজুমদার, বাবুল হোসেন লস্কর সহ অন্যান্যরা।