জুলি দাস
করিমগঞ্জ, ১৯ নভেম্বর : সারা অসম পুর কর্মচারী সংস্থার আহ্বানে গোটা রাজ্য জুড়েই চলছে আন্দোলন। প্রতিটি জেলা কমিটির তরফে বৃহস্পতিবার বিধায়কদের হাতে তাদের দাবি সম্বলিত স্মারকপত্র তুলে দেওয়া হয়েছে।
তাদের বকেয়া বেতন সহ আরও বিভিন্ন দাবি আদায়ের পরিপ্রেক্ষিতে শনিবার এক ঘন্টার ধরনা কার্যসূচি পালন করেছে সংস্থা। সারা অসম পুর কর্মচারী সংস্থার করিমগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আন্দোলনের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে জানানো হয়েছে।
আজ সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পযর্ন্ত পুলিশ সুপার কার্যালয় সংলগ্ন স্থায়ী ধরনা শেডে তারা ধর্নায় সামিল হন। এক ঘন্টা ধর্না কার্যসূচি শেষে দাবি সম্বলিত স্মারকপত্র দেওয়া হয় জেলাশাসককে।
এই স্মারকপত্র জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পাঠানো হয়। এরপর ২২ নভেম্বর গুয়াহাটিতে কেন্দ্রীয়ভাবে আন্দোলন কার্যসূচি রূপায়িত হবে। পরবর্তী পর্যায়ে ২৫ নভেম্বর গোটা রাজ্য জুড়ে ধর্না কার্যসূচি পালন করা হবে।