করিমগঞ্জ জেলায় ড্রাইভিং টেস্টেও দুর্নীতি, তদন্তের দাবী আবেদনকারিদের

Spread the love

সুপ্রিয় পাল, দুল্লভছড়া, ১৯ নভেম্বর : জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে প্রত‍্যন্ত অঞ্চল সহ শহর অঞ্চলে বৃদ্ধি পাচ্ছে বেকারত্বের সংখ্যা।

ফলস্বরপ স্বচ্ছ ভাবে জীবিকা অর্জনের তাগিদে ব্যবসা কিংবা প্রাইভেট চাকুরী করার সুবিধার্থে বাইক চালনার ড্রাইভিং লাইসেন্সের যাবতীয় নথিপত্র অনলাইনে জমা করেছিলেন এক যুবক।

 কিন্তু কার্যালয়ে যাওয়ার পর নানান সমস্যার সম্মুখীন হতে হয়েছে বলে অভিযোগ করেন ওই যুবক।

তিনি বলেন বিভাগীয় নির্দেশ অনুযায়ী ১৭ নভেম্বর করিমগঞ্জ জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাইক ড্রাইভিং টেস্ট দেওয়ার জন্য জেলার পেটেল নগর দে কোল্ড স্টোরস-এ আসেন।

বেলা ১২ টার পর থেকে টেস্ট আরম্ভ করা হয়। টেস্টের টার্ণ নেওয়া স্থানটিতে বালি পাথর থাকাতে স্বাভাবিক ভাবে পা মাটিতে রাখতে হয়েছিল।

তাছাড়া টেস্টের স্থানটিতে প্রার্থী ছাড়া অন্য কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এমনকি উচু গেইট থাকাতে ভিতরের কিছু দেখাও সম্ভব হয়নি।

এতে দুর-দুরান্ত থেকে আসা অংশগ্রহণকারীদের টেস্টের সাফল্য থেকে বঞ্চিত হতে হয়।

অভিযোগকারীরা বলেন করিমগঞ্জে কয়েকটি খোলা মাঠ থাকা সত্ত্বেও বন্ধ গেটের পিছনে টেস্ট নেওয়ার অনেক রহস্য রয়েছে, যে গুলো উদঘাটন করতে তারা ব্যর্থ হয়েছেন। এ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ড০ হিমন্ত বিশ্বা শর্মা ও পরিবহন মন্ত্রী সহ জেলার বিধায়ক যথাক্রমে কমলাক্ষ দে পুরকায়স্থ, কৃষ্ণেন্দু পাল, বিজয় মালাকার, সিদ্দেক আহমেদ, জেলা উপায়ূক্তের নিকট উক্ত বিষয়ের তদন্ত সহ টেস্টের স্থানটি পরিবর্তনের অনুরোধ জানান।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token