মোস্তাফা এ মজুমদার, হাইলাকান্দি, ১৯, নভেম্বর : যেমন কথা তেমন কাজ।
আসামের সরকারের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিযুক্তি পরীক্ষায় বরাকের যুবক-যুবতীকে বঞ্চনা, স্থানীয় সুপারী ক্রয় বিক্রয়ে নিষেধাজ্ঞার প্রতিবাদে ঘোষণা মত শনিবার বরাকের পনেরো জন বিধায়ক ও দুজন সাংসদের কুশপুত্তলিকা দাহ করেছে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ (এজেওয়াইসিপি)।
শনিবার সকাল এগারোটা যুব ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কবির উদ্দিন লস্করের নেতৃত্বে যুব ছাত্র পরিষদের কর্মকর্তারা হাইলাকান্দি শহরের প্রবেশদ্বার লক্ষীরবন্দ বাইপাসে ৬ নং জাতীয় সড়ক অবরোধ করে বরাকের পনেরো জন বিধায়ক এবং দুজন সাংসদের কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানান।
তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে আকাশ বাতাস মুখরিত করে তুলেন।
খবর পেয়ে হাইলাকান্দি সদর থানার ওসি বিশাল পুলিশ, সিআরপিএফ বাহিনী নিয়ে প্রতিবাদ স্থল থেকে এজেওয়াইসিপির ৩৫ জন কর্মকর্তাকে আটক করে হাইলাকান্দি সদর থানায় নিয়ে আসেন।
অবশেষে বিকেলে ৫ ঘটিকায় পিআর বন্ডে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।
এদিনের আন্দোলনে এজেওয়াইসিপির পক্ষে উপস্থিত ছিলেন যুব ছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা সমিতির সম্পাদক রবিজুল আলম লস্কর, সম্পাদক হোসেন আহমদ মজুমদার, নিতাইনগর আঞ্চলিকের সম্পাদক জাকির হোসেন বড়ভূইয়া, সাউথ হাইলাকান্দি আঞ্চলিকের সভাপতি রজন হাজাম, সম্পাদক সাইনুল ইসলাম মজুমদার সহ বাউয়ারঘাট আঞ্চলিক সমিতি, জামিরা আঞ্চলিক সমিতি, বক্রিহাওর আঞ্চলিক সমিতি, কৃঞ্চপুর আঞ্চলিক ও কুচিলা আঞ্চলিক সমিতির কর্মকর্তারা কর্মকর্তারা।