ধলাই, ১৯ নভেম্বর : ভারতবর্ষের প্রাক্তন মহিলা প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীজির জন্মদিন উপলক্ষে “কৌমি একতা দিবস” উদযাপন করা হয়।
শনিবার নরসিংপুর উন্নয়ন খণ্ডের ভাগাবাজার এম এ লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুল প্রাঙ্গনে প্রয়াত ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
ভারত সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ স্ব-শাসিত শাখা নেহরু যুব কেন্দ্র সংগঠন কাছাড়ের উদ্যোগে ও কর্মায়ন সংস্থা ও শান্তি ক্লাবের সহযোগিতায় দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর জন্মদিনের বিশেষ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী সাবিনা বেগম লস্কর।
এদিন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ভাগাবাজার এম এ লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যাপিকা যুথিকা রানী দাস, রাবিয়া বেগম বড়ভুইয়া ও শান্তি ক্লাবের সভাপতি আমির হোসেন লস্কর।
তারা প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন কর্মায়ন সংস্থার সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাস। অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত এম এ লস্কর সিনিয়র সেক্রেটারি স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী রুমানা নাসরিন লস্করের বিদেহী আত্মার শান্তি কামনা করে দুমিনিট নিরবতা পালন করা হয়।