ধলাই, ২০ নভেম্বর : আসাম মিজোরাম সীমান্তের লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টের সম্মুখে নাকাচেকিং-এ উদ্ধার হয়েছে ৪৫ কাটুন বিদেশি সিগারেট।
অসমে প্রবেশের পথে উপত্যকার বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অবৈধ সামগ্রি ধরা পড়ছে। কিন্তু কিছুতেই থামছে না চোরা বাণিজ্য।
অবৈধ ব্যবসায়ীরা ৩০৬ নম্বর শিলচর আইজল জাতীয় সড়কে করিডোর হিসাবে ব্যবহার করে চোরাচালান বাণিজ্য চালিয়ে যাওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে।
গত বেশ কিছুদিন থেকে প্রায় প্রতিদিন বিভিন্ন কৌশল অবলম্বন করে ৩০৬ নম্বর শিলচর আইজল জাতীয় সড়ক ধরে নিয়ে আসা অবৈধ সামগ্রী অসমে প্রবেশের পথে লায়লাপুর ও ধলাই পুলিশের হাতে আটকা পড়ছে।
শনিবার রাত ৯ টা ৩০ মিনিটে লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্ট এর সম্মুখে লরি থেকে উদ্ধার হয় বড় আকারের ৪৫ কাটুন বিদেশি সিগারেট।
পুলিশ পেট্রোল পোষ্টের সম্মুখে ৩০৬ নম্বর জাতীয় সড়কে নাকা তল্লাশি চলাকালীন সময়ে মিজোরামের দিক থেকে আশা এন এল ০১ এ সি ২০৫৯ নম্বরের লরির গতিরোধ করে লায়লাপুর পুলিশ।
তল্লাশি চালাতে গিয়ে আরো একটি নতুন কৌশলের গোপন চেম্বার থেকে উদ্ধার হয় কুরিয়ার প্রস্তুতকৃত সিগারেটের কার্টুনগুলো।
সঙ্গে সঙ্গে পুলিশ গাড়ি সমেত দুইজনকে পাকড়াও করে।
ধৃতরা হলেন বছর ৪৫ এর রুস্তম আলী লস্কর কাছাড় জেলার সোনাই বিধানসভা এলাকার রাঙ্গিরঘাটের বাসিন্দা ও একই জেলার শিলচর সদর থানা এলাকার মেহেরপুর পূবাকান্দির বাসিন্দা বছর ত্রিশের মিনাল উদ্দিন লস্কর। পুলিশ দুইজনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে।