লাচিত জন্মজয়ন্তী উপলক্ষে রবিবার হাইলাকান্দিতে অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন সামাজিক কার্যক্রম

Spread the love

হাইলাকান্দি ২০ নভেম্বর : মহাবীর লাচিত বরফুকনের জন্ম জয়ন্তী উপলক্ষে রবিবার হাইলাকান্দি জেলায় বৃক্ষরোপণ, রক্তদান শিবির, স্বচ্ছ ভারতের সাফাই অভিযান, অসহায়দের আশ্রিত বিভিন্ন ডেস্টিটিউট হোমে ফলমূল বিতরণ ইত্যাদি বিভিন্ন সামাজিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

জেলার শিক্ষা প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ স্থানগুলিতে বৃক্ষরোপণ এবং এস এস কলেজে রক্তদান শিবির আয়োজন করা হয়।

এছাড়া হাইলাকান্দি ও লালা শহরে স্বচ্ছ ভারত অভিযান, হাইলাকান্দি শহরের এসকে রায় সিভিল হাসপাতাল, জেলা কারাগার, মাটিজুরি রোডের চিলড্রেন হোম, এডুকেশন কমপ্লেক্সের পার্শ্ববর্তী উজালা হোম, সাধের গৃহ, লক্ষ্মীর বন্ধের ওল্ড এজ হোম এবং লতাকান্দির প্রতিষ্ঠানে ফলমূল বিতরণ করা হয়।

সোমবার ২১ নভেম্বর জেলা পর্যায়ে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। জেলাশাসকের কার্যালয় থেকে সকাল দশটায় এই শোভাযাত্রা বের করা হবে।

লাচিত যাত্রা নামক এই শোভাযাত্রাটি বের হয়ে বাটা পয়েন্ট ওল্ড হসপিটাল পয়েন্ট কালিবাড়ি পয়েন্ট হয়ে শহরপরিক্রমা করবে। এদিনও এসএমএস কলেজে থাকছে রক্তদান শিবির।

মঙ্গলবার, ২২ নভেম্বর কলেজ এবং হাইয়ার সেকেন্ডারি পর্যায়ে সেমিনার, ডিবেট। এস এস কলেজের খেলার ময়দানে থাকছে বিভিন্ন স্পোর্টস ইভেন্ট। শুরু হবে সকাল ৯ টায়।

অনুরূপভাবে ২৩ নভেম্বর নিজ নিজ বিদ্যালয়ে কলেজে আকস্মিক বক্তৃতা কুইজ।

এছাড়া ২৩ নভেম্বর পেইন্টিং কম্পিটিশন ক্যানভাস পেইন্টিং কার্যসূচিটি ডিস্ট্রিক্ট লাইব্রেরির সম্মুখে অনুষ্ঠিত হবে। ২৪ নভেম্বর সন্ধ্যা ৬টায় শহরের রবীন্দ্রভবনে আয়োজন করা হবে বীর লাচিতের উপর নাটক, সংস্কৃতিক কার্যক্রম ফ্যান্সি ড্রেস প্রতিযোগিতা। ২৫ নভেম্বর সমাপনী দিনেও শহরের রবীন্দ্রভবনে ও আয়োজন করা হবে জেলা পর্যায়ের কেন্দ্রীয় অনুষ্ঠান। থাকছে পুরস্কার বিতরণী। এতে সকাল ১০ টা থেকে প্রধানমন্ত্রীর ভাষণ জায়ান্ট স্ক্রিনে লাইভ স্ট্রিমিং করে দেখানো হবে।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token