জুলি দাস
করিমগঞ্জ, ২০ নভেম্বর : ডিটিও সাহাব উদ্দিন তাপাদারের প্রচেষ্টায় করিমগঞ্জে বীর লাচিত বরফুকনের ৪০০ তম জন্মবার্ষিকী উদযাপনের অঙ্গ হিসেবে এক বিশাল যান রেলি বের হয়। শহরের প্রধান সড়কগুলি অতিক্রম করে রেলি গিয়ে সমাপ্ত হয় এওসি পয়েন্টে।
পরিবহন বিভাগের উদ্যোগে আয়োজিত রেলিটি অত্যন্ত দৃষ্টিনন্দন ছিল। জেলা পরিবহন আধিকারিক সামস উদ্দিন তাপাদারের পরিকল্পনায় এদিনের রেলি বের করা হয়। রেলিতে অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ডিটিও।
বীর লাচিত বরফুকনের ৪০০ তম জন্মবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে রাজ্য সরকারের নির্দেশে করিমগঞ্জ প্রশাসন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। করিমগঞ্জ জেলা পরিবহন বিভাগ লাচিতের জন্মবার্ষিকী উপলক্ষে শহরে এক যান রেলি বের করার সিদ্ধান্ত নেয়।
সেই অনুযায়ী রবিবার সকালে রেলির আয়োজন করা হয়। অতিরিক্ত আবর্ত ভবনের সামনে সকাল সাড়ে নয়টায় এই রেলির ফ্ল্যাগ অফ করে এর সূচনা করেন জেলাশাসক মৃদুল যাদব।
তখন উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক রিন্টু বড়ো, নির্বাচন আধিকারিক বহ্নিকা চেতিয়া, জেলা পরিবহন আধিকারিক সাহাব উদ্দিন তাপাদার, ফিন্যান্স এন্ড একাউন্টস অফিসার (ফাও) দিব্যজ্যোতি শর্মা সহ অন্যান্যরা। উপস্থিত অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করেন এমভিআই দূর্গা গগৈ।
নিজের বক্তব্যে জেলা পরিবহন আধিকারিক সাহাব উদ্দিন তাপাদার বলেছেন, অসমকে বড় ধরনের বিপদ থেকে রক্ষা করেছিলেন বীর লাচিত। শরাইঘাট যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
এই মহান ব্যক্তির জন্মবার্ষিকী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপনের জন্য মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা যে উদ্যোগ গ্রহণ করেছেন তার প্রশংসা করেন ডিটিও।
অতিরিক্ত আবর্ত ভবনের সামনে থেকে রেলির সূচনা হয়ে বিভিন্ন সড়ক পরিক্রমা করে। মিছিলের একদম পুরোভাবে ছিল ট্রাফিক পুলিশের মোটরবাইক।
তারপর পর্যায়ক্রমে পরিবহন বিভাগের ইন্টারসেপ্টর গাড়ি, সুসজ্জিত ট্যাবলো ইত্যাদি ছিল। রেলিতে এছাড়াও মোটরবাইক, ই-রিক্সা, অটো সহ বিভিন্ন ধরনের যানবাহন সামিল হয়।
রেলিটি অত্যন্ত সুশৃংখল ছিল। মোটর বাইক নিয়ে যারা রেলিতে সামিল হয়েছিলেন তাঁদের প্রত্যেকের মাথায় হেলমেট পরিধান করা ছিল। প্রত্যেক গাড়িতেই লাচিত দিবসের বিশেষ ফ্ল্যাগ লাগানো ছিল। রেলি সফলভাবে সম্পন্ন করতে অনেক তৎপর ছিলেন ডিটিও সাহাব উদ্দিন তাপাদার। শুরু থেকে শেষ পর্যন্ত সক্রিয়। ছিলেন তিনি।