শিলচরে উত্তর-পূর্বাঞ্চলের বৃহৎ ইউনানী হাসপাতাল ও রিসার্চ সেন্টার উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ

Spread the love

শিলচর, ২১ নভেম্বর : আজাদি কা অমৃত মহোৎসবের অংশ হিসেবে রবিবার উত্তর-পূর্বাঞ্চলের সবচাইতে বড় ইউনানী হাসপাতাল এবং রিসার্চ সেন্টার রিজোনাল রিসার্চ ইনস্টিটিউট অব ইউনানী মেডিসিন সেন্টারের উদ্বোধন হলো শিলচরে।

শহরতলী ঘুংগুর এলাকায় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের পার্শ্ববর্তী অঞ্চলে এই হাসপাতালের উদ্বোধন করেন ভারত সরকারের জাহাজ, বন্দর, জলপথ এবং আয়ুস মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।

 কেন্দ্রীয় মন্ত্রী জানান, ১০ বিঘা জমির উপর ৫০ আসন বিশিষ্ট এই হাসপাতাল তৈরিতে খরচ হয়েছে ৪৭ কোটি ৮৮ লক্ষ  টাকা।

গোটা উত্তর-পূর্বের আবিষ্কৃত প্রায় ৩০০ ধরনের ঔষধি তৃণ এবং উদ্ভিদ এর ঔষধি গুনাগুন নিয়ে এখানে গবেষণা করা হবে।

পাশাপাশি এই হাসপাতালে ভারতীয় প্রাচীন ঐতিহ্যগত চিকিৎসা ব্যবস্থা ইউনানী পদ্ধতিতে ডাক্তাররা বিভিন্ন ধরনের চিকিৎসা করবেন।

 তিনি আরও বলেন, এই রিসার্চ সেন্টার তথা হাসপাতালে কর্মী নিয়োগের ক্ষেত্রে এখনকার স্থানীয় যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবেl উদ্বোধনী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মীন, আবগারি ও পরিবহন মন্ত্রী পরিমল শুক্ল বৈদ্য, শিলচর এবং করিমগঞ্জের সাংসদদ্বয় ডাঃ রাজদীপ রায় এবং কৃপানাথ মালা, উধারবন্দের বিধায়ক মিহির কন্তির সোম, জেলাশাসক রোহন কুমার ঝা, পুলিশ সুপার নোমাল মাহাতো সহ কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের বিভিন্ন স্তরের আমলারা।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token