জুলি দাস
করিমগঞ্জ, ২১ নভেম্বর : পাশ্ববর্তী রাজ্য মিজোরাম থেকে একটি বলেরো পিকআপ গাড়িতে করে পাচার করার পথে পাথারকান্দি বাইপাসে চার লক্ষ ৫০ হাজার বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমসের ডিভিশনাল প্রিভেন্টিভ ফোর্স (ডিপিএফ)।
এর বাজার মূল্য ৪৫ লক্ষ টাকা।
পাচারে ব্যবহৃত বলেরো গাড়িটি জব্দ করা হয়েছে। বর্তমানে জব্দ হওয়া বিদেশি সিগারেট এবং বলেরো গাড়ি শিববাড়ি রোডের কাস্টমস কার্যালয়ে রয়েছে।
এ নিয়ে তদন্ত চলছে বলে একটি সুত্রে খবর পাওয়া গেছে।
ঘটনার বিবরণে জানা গেছে, এএস ১০ সি ৬৬৩৩ নম্বরের একটি বলেরো পিক আপ গাড়িতে করে কয়েক কার্টুনে রাখা বিদেশি সিগারেট নিয়ে আসছিল চালক।
গোপন সূত্রে এই খবর পেয়ে কাস্টমসের ডেপুটি কমিশনার সুনন্দ ঝদিয়ার নির্দেশে ডিপিএফ-এর পাঁচ আধিকারিক পাথারকান্দি বাইপাসে ওঁৎ পেতে থাকেন সাদা পোশাকে।
গাড়িটি এসে পৌঁছার পর সিগন্যাল দিয়ে থামানোর পর ব্যাপক তল্লাশি চালানো হয়। তখন বিদেশি কোম্পানির সিগারেট ধরা পড়ে।
এর পরিমাণ ছিল ৪ লক্ষ ৫০ হাজার। সঙ্গে সঙ্গে সেগুলো জব্দ করে করিমগঞ্জে নিয়ে আসা হয়। জব্দ হওয়া বিদেশি সিগারেটের কোম্পানির নাম হচ্ছে উইন, জেট, পিকক।
কাস্টমসের পক্ষ থেকে এ নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
একটি সূত্রে খবর পাওয়া গেছে, করিমগঞ্জের জনৈক ব্যবসায়ী মিজোরাম থেকে এই বিদেশি সিগারেটগুলি নিয়ে আসছিলেন।
তবে নির্দিষ্ট স্থানে পৌঁছানোর আগেই গোপন সূত্রে সেই খবর পেয়ে অভিযান চালিয়ে এগুলি বাজেয়াপ্ত করেছে কাস্টমসের ডিভিশনাল প্রিভেন্টেড ফোর্স। ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করার খবর পাওয়া যায়নি।