বিজেপি-এআইইউডিএফ একই মুদ্রার এপিঠ ওপিঠ, হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক রাজনীতি করছে

Spread the love

হাইলাকান্দিতে রাইজর দলের অভিবর্তনে দু’টি দলকে উৎখ্যাতের ডাক নারী বাহিনীর সভানেত্রী ড০ জ্ঞানশ্রীর

হাইলাকান্দি থেকে মোস্তাফা এ মজুমদারের রিপোর্ট, ২১ নভেম্বর : বিজেপি-এআইইউডিএফ একই মুদ্রার এপিঠ ওপিঠ। এই দু’টি দল অসমবাসীর উন্নয়নের স্বার্থে কোন ধরনের রাজনীতি করেনি।

শুধুমাত্র নিজের ব‍্যবসা এবং সম্পত্তির স্বার্থে বিভিন্ন ইস্যুতে হিন্দু-মুসলিম বলে ধর্মের নামে বিভাজন করে সাম্প্রদায়িক রাজনীতি করছে।

অসম থেকে বিজেপি এবং এআইইউডিএফ উভয়কেই উৎখাত করতে হবে।

সোমবার হাইলাকান্দিতে রাইজর দলের অভিবর্তনে মূখ্য অতিথির বক্তব্যে এভাবেই বললেন দলের ভগ্নি সংগঠন জাতীয় নারী বাহিনীর সভানেত্রী ড০ জ্ঞানশ্রী বরা।

তিনি শাসক দল বিজেপি এবং এআইইউডিএফ দলকে আক্রমন করে বলেন, বিগত বিধানসভা নির্বাচনে হাইলাকান্দির জনগণ তিনটি আসনে এআইইউডিএফের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করে বিধায়ক হিসাবে অসম বিধানসভায় পাঠিয়েছিলেন।

কিন্তু আজমলের দলের এসব বিধায়করা জনগণের সমস্যা নিয়ে কি ভূমিকা পালন করছেন? প্রশ্ন তুলেন তিনি।

 ভোটের সময় বদরুদ্দিন আজমল মুসলীমদের ত্রাণকর্তা সাজলেও তাঁর দলের বিধায়করা সবসময় বিজেপির হয়ে কাজ করছেন। 

এদিন, জাতীয় নারীবাহিনীর সভানেত্রী জ্ঞানশ্রী বরা বলেন, বরাক উপত্যকায় উৎপাদিত সুপারি রপ্তানি বন্ধ করে মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ কৌশলে বার্মিজ সুপারির চাহিদা বৃদ্ধি করতে চাইছেন।

তাই রাইজর দল বিষয়টি নিয়ে গুয়াহাটীতে সরব হয়ে কেন্দ্রীয় গৃহমন্ত্রী ও মূখ্যমন্ত্রীর মুখোশ খুলবেন। এখানকার মানুষের একমাত্র আয়ের উৎস স্থানীয় সুপারী পর্যন্ত ক্রয় বিক্রয় করতে পারছেন না।

আজমলের আগরের ব‍্যবসায় সরকারি বাধা নিষেধ প্রত‍্যাহার করতে সক্ষম হলেও হাইলাকান্দি তথা বরাকের স্থানীয় সুপিরীর উপর নিষেধাজ্ঞা প্রত‍্যাহার করতে ব‍্যর্থ।

এদিকে আগামী পঞ্চায়েত নির্বাচনে রাইজর দল হাইলাকান্দিতে প্রার্থীত্ব প্রদান করবে।

তাই দলের প্রত্যেক কর্মী-সমর্থককে মাঁঠে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান যুবনেত্রী ড০ জ্ঞানশ্রী বরা।

রাইজর দলের ভাতৃ সংগঠন ‘জাতীয় যুব বাহিনী ও ভগ্নী সংগঠন ‘জাতীয় নারী বাহিনীর হাইলাকান্দি জেলা সমিতির প্রথম অভিবর্তন সোমবার হাইলাকান্দি শহরের রতনপুর রোডের আশীর্বাদ বিবাহ ভবনে অনুষ্ঠিত হয়। 

রাইজর দলর হাইলাকান্দি জেলা সমিতির কার্যকরী সভাপতি হিমাংশু গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অংশ নেন জনপ্রিয় যুবনেত্রী তথা জাতীয় নারী বাহিনীর সভানেত্রী ড০ জ্ঞানশ্রী বরা, সাধারণ সম্পাদিকা মমি চৌধুরী, জাতীয় যুব বাহিনীর সভাপতি লক্ষজ্যোতি গগৈ, রাইজর দলের তথ্য ও প্রচার সম্পাদক প্রণব ডেকা, সাধারণ সম্পাদক জহির উদ্দিন লস্কর সহ অন্যরা।

অভিবর্তনে আয়নাখাল-নিশ্চিন্তপুর আসনের প্রাক্তন জেলাপরিষদ সদস্যা মেহের নিগার বড়ভূইয়া সহ এআইউডিএফ, অগপ ও তৃণমূল কংগ্রেসের শতাধিক নেতা-কর্মী রাইজর দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

এদিনের সভায় রাইজর দলের ভাতৃ সংগঠন জাতীয় যুব বাহিনী ও ভগ্নী সংগঠন জাতীয় নারী বাহিনীর হাইলাকান্দি জেলা সমিতি পূর্ণাঙ্গরূপে গঠন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাইজর দলের জেলা সভাপতি জহির উদ্দিন লস্কর, কৃষক মুক্তির জেলা সভাপতি শরিফ উদ্দিন মাঝারভূইয়া, হাইলাকান্দি জেলা সমিতির সম্পাদক আমির হোসেন মজুমদার, আজহারুল ইসলাম বড়ভূইয়া ও ছাত্রমুক্তির খাইরুল ইসলাম লস্কর প্রমুখ।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token