বাউয়ারঘাট জিপির দূর্ণীতি বিরুদ্ধে নাগরিক সভা, বিজেপি-এআইইউডিএফ-এর সমালোচনা

Spread the love

মোস্তাফা এ মজুমদার, হাইলাকান্দি, গণ আওয়াজ : লালা উন্নয়ন খন্ডের বাউয়ারঘাট জিপির দূর্ণীতি বিরুদ্ধে সোমবার সন্ধ্যায় বাউয়ারঘাট বাজারে স্থানীয় হারুস আলী বড়ভূইয়ার সভাপতিত্বে প্রতিবাদী নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে।

কৃষক মুক্তি সংগ্রাম সমিতির হাইলাকান্দি জেলা সমিতির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম বড়ভূইয়া সাভার উদ্দেশ্য ব‍্যাখ‍্যা করে বক্তব্য রাখেন।

তিনি বাউয়ারঘাট জিপিতে অরুনোদয়, পিএমএ ওয়াই, জবকার্ড সহ পঞ্চায়েত রাজের বিভিন্ন প্রকল্পের নামে সীমাহীন দূর্ণীতির অভিযোগ তুলে ধরেন।

তিনি বলেন, বাউয়ারঘাট জিপিতে উপযুক্ত হিতাধীকারীদের বঞ্চিত করে সরকারী কর্মচারীদের পরিবারের সদস্যদের নাম অরুনোদয় তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

বহু স্বাবলম্বী মানুষ যাহাদের বার্ষিক আয় চার থেকে পাঁচ লক্ষ টাকার অধিক তাদের নামেও অরুনোদয় সুবিধা প্রদানের অভিযোগ উঠেছে।

এছাড়া পিএমএওয়াই হিতাধীকারীর কাছ থেকে উৎকোচ নেওয়ারও অভিযোগ উঠে সভায়।

এদিনের প্রতিবাদী নাগরিক সভায় বক্তব্য রাখেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মিতুজ্জামান লস্কর, জেলা কংগ্রেসের সভাপতি সামসুদ্দিন বড়লস্কর।

  জেলা কংগ্রেসের সভাপতি সামসুদ্দিন বড়লস্কর তাঁর বক্তব্যে বলেন, বিজেপি এবং এআইইউডিফের মধ্যে গোপন মিত্রতা রয়েছে।

এআইইউডিফ এবং বিজেপি উভয়ই দলই ধর্মীয় মেরুকরণ করে সাম্প্রদায়িক রাজনীতি করছে।

বিগত বিধানসভা নির্বাচনে এআইইউডিফের সঙ্গে ভারতীয় জাতীয় কংগ্রেসের মিত্রতা হয়েছিল যদিও কিন্তু এখন আর নেই।

বর্তমানে অসমে বিজেপি, এআইইউডিফ এবং অগপ ছাড়া বাকি এগারোটি বিরোধী রাজনৈতিক দল এক হয়ে ঘটবন্দন হয়েছে।

এই বিরোধী ঐক্য আগামী দিনে অসম থেকে সাম্প্রদায়িক দল বিজেপিকে উৎখাত করবে বলেও দাবি করেন হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি।

তিনি আরও বলেন, দেশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের সচেতন মানুষ এখন বুঝতে পেরেছেন বিজেপির সাম্প্রদায়িক নোংরা রাজনীতিতে দেশের উন্নয়ন তলানিতে।

তাই এবার বিভিন্ন রাজ‍্যের নির্বাচনে বিজেপি দলের ভরাডুবি হচ্ছে, মানুষ এবার ধর্মনিরপেক্ষ দল কংগ্রেসকে ভোট দিচ্ছেন।

ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে দেশ পুনরায় শীর্ষ স্থানে গিয়ে পৌঁছবে বলে মন্তব্য করেন তিনি।

সামসুদ্দিন বড়লস্কর প্রতিশ্রুতি দিয়ে বলেন যে হাইলাকান্দি জেলার বিভিন্ন জিপির সরকারি বিভিন্ন প্রকল্পে দূর্ণীতির বিরুদ্ধে জনগণের সঙ্গে থেকে প্রতিবাদ করবে হাইলাকান্দি জেলা কংগ্রেস।

বক্তব্য রাখেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মনোজ মোহন দেবও।

এদিনের প্রতিবাদী নাগরিক সভায় বক্তব্য রাখতে গিয়ে রাইজর দলের জেলা সভাপতি জহির উদ্দিন লস্কর  বিজেপি এবং এআইইউডিফ সমালোচনা করে বলেন দুটি দল ভাই ভাই!

এই দুই দল মিলে অসমে চালআচ্ছে লুন্ঠন আর লুন্ঠন।

তাছাড়া সরকারের বিভিন্ন ফান্ডের অর্থ দিয়ে কাটলিছড়ার বিধায়ক সুজাম উদ্দিন লস্কর নিজের বাড়ির বাউন্ডারি দেওয়াল,পুষ্করিনীর ঘাট, গার্ড ওয়াল ও বাড়িতে কোম‍্যূনিটি হল নির্মাণ করেছেন।

জনসাধারণকে সরকারি বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত করে নিজেদের সম্পত্তির বহর বাড়াচ্ছেন বিধায়করা।

তাই নিজেদের অধিকার আদায়ের জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে সংগ্রাম করার আহ্বান জানান তিনি। রাইজর দলের পক্ষ থেকে বাউয়ারঘাট জিপির দূর্ণীতির বিরুদ্ধে জনসাধারণের সঙ্গে থাকবেন বলে আশ্বাস দেন ।

এদিনের নাগরিক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী বৃহস্পতিবার সকাল এগারোটায় বাউয়ারঘাট জিপির বিভিন্ন দূর্ণীতির বিরুদ্ধে জিপির নাগরিকরা জিপি কার্যালয় ঘেরাও করবেন, এতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

সভায় অন‍্যান‍্যদের মধ্যে বক্তব্য রাখেন, এনএসইউআইর জেলা সভাপতি আবদুল আহাদ বড়ভূইয়া, স্থানীয় নাগরিক কমরুল হোসেন লস্কর, ডালিম উদ্দিন মজুমদার, দিলোয়ার হোসেন প্রমুখ।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token