শিলচর, ২১ নভেম্বর : বীর লাচিত বরফুকনের ৪০০ তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আট দিনব্যাপী কার্যসূচির পঞ্চম দিনে মঙ্গলবার (২২ নভেম্বর) জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বৃক্ষরোপণ, গোলদিঘী মলে চিত্রাঙ্কন প্রদর্শনী এবং শিলচর সেন্ট্রাল জেলে, রেডক্রস হসপিটাল ও সতীন্দ্রমোহন দেব সিভিল হাসপাতালে খাদ্য বিতরণ করা হবে l
এদিকে সোমবার (২১ নভেম্বর) জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে চতুর্থ দিনে এই উপলক্ষে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
২৩ নভেম্বর জেলার মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল সমূহে বিতর্ক ও তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা, এলপি ও ইউপি স্কুল পর্যায়ে ছোট নাটক এবং দেশাত্মবোধক সংগীত প্রতিযোগিতা সহ জেলা পর্যায়ে শিলচর গান্ধী ভবনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত করা হবে।
এছাড়াও ২৩ নভেম্বর শিলচরে পরম্পরা গত বেশভূষা নিয়ে সাংস্কৃতিক শোভাযাত্রা বের কড়া হবে।
২৪ নভেম্বর গান্ধীভবনে আলোচনা চক্র অনুষ্ঠিত হবে। বিষয় আসামের ইতিহাস এবং লাচিত বরফুকনের জীবনী। এরপর গান্ধী ভবনেই বিকেল পাঁচটায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
২৫ নভেম্বর সমাপনী দিবসে রাজীব ভবনে নতুন দিল্লিতে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ জায়েন্ট স্কিনে সম্প্রচার করে দেখানো হবে l জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এইসব অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।