বুধবার ড্রোন দিয়ে সন্ধান চালাবে বনবিভাগ
রূপক নাথ, কালাইন, ২২ নভেম্বর : চিতা বাঘের আক্রমণে কালাইন ভৈরবপুরে চারজন জখমপ্রাপ্ত হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে। আহতরা সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
বন্ধ করে দেওয়া হয়েছে এলাকার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান সমূহ সহ জনগণের স্বাভাবিক চলাচলও।
ঘটনাটি সংগঠিত হয়েছে সোমবার রাতে এবং মঙ্গলবার সাত সকাঁলে।
প্রত্যক্ষ দর্শীদের বয়ান অনুসারে রাতের অন্ধকারে দু’টি চিতা বাঘ একসাথে চলাচল করতে দেখেছেন।
চিতা বাঘের অতর্কিত আক্রমণে আহত হয়েছেন, এলাকার আফতাব উদ্দিন, দিলুয়ার হুসেন এবং আছমা বেগম সহ অন্য একজন। চারজনই চিকিৎসাধীন।
আতঙ্কিত গ্ৰামের যুবকরা চিতাবাঘের আক্রমনের ঘটনার পর জড়ো হয়ে হাতে হাতে লাটি, দা ইত্যাদি নিয়ে চিতা বাঘের সন্ধানে এলাকায় বেরিয়ে পড়েন।
এদিকে কালাইন বন বিভাগকে অবগত করার পর রেঞ্জ অফিসার পঙ্কজ কলিতা এবং বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা দলবল নিয়ে ভৈরবপুর গ্ৰামের ধান ক্ষেতের মাঠে চিতা বাঘের সন্ধানে দিনব্যাপী তল্লাশি অভিযান চালিয়েছেন।
যদিও বাঘগুলোর কোন সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন বন বিভাগের রেঞ্জ অফিসার পঙ্কজ কলিতা।
এদিকে আগামীকাল বুধবার বন বিভাগের তরফে ড্রোন ক্যামেরার সাহায্যে এলাকার ধান ক্ষেতের মাঠে পুনরায় অভিযান চালানো হবে বলে জানিয়েছেন বন বিভাগের আধিকারিক। স্থানীয়দের ধারণা, চিতাগুলো বড়াইল পাহাড় থেকে নেমে এসে কালাইন ভৈরবপুর সহ আশপাশ এলাকায় বিচরণ করছে।