শ্যামল আচার্য, রামকৃষ্ণনগর : রাতাবাড়ি থানা এলাকার কাজিরবাজার জিপির তলগাঁও-এ এক ভুয়া কবিরাজের আবির্ভাব হয়েছে, প্রাতিষ্ঠানিক কোন ধরনের শিক্ষাদীক্ষা নাথাকা ওই ভুয়ো কবিরাজের নাম বসির উদ্দিন।
বসির আগে বাড়ি বাড়ি ঘুরে পুরনো ভাঙ্গা বাসন পত্র বিক্রি করতো, এমনকী গ্রামে গ্রামে ঘুরে আইসক্রিমও বিক্রি করত জানাগেছে।
এরপর কয়েকদিন রাতাবাড়ির কাজিরবাজারের গলিতে এলোপ্যাথিক-এর বেদনার মলম বিক্রি করতো বলেও জানাগেছে।
কিন্তু এখন হঠাৎ করে কী এমন আলাদ্দিনের আশ্চর্য প্রদীপ হাতের নাগালে পেলেণ যে বসির কবিরাজ হয়ে উঠলেন।
সোস্যাল মিডিয়ায় বিডিও আপলোড করে বসির দাবি করছেন তার কাছে দূরারোগ্য ক্যানসার থেকে যাবতীয় রোগের চিকিৎসা আছে।
সোস্যাল মিডিয়ায় এমন আকর্ষণীয় প্রচার করে নিরোপায় এবং অন্ধবিশ্বাসী জনগনকে প্রতারিত করার অভিযোগ রয়েছে।
সোস্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেখে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে শত শত লোক এসে প্রতারনার শিকার হচ্ছেন।
এলাকার সচেতন মহল জনগনকে এভাবে প্রতারিত হতে দেখেও নিরব দর্শকের ভুমিকায়।
এমনকি রাতাবাড়ি থানা থেকে অর্ধ কিলোমিটার দুরে অবস্থিত তলগাঁও গ্রামে নিজের বাড়িতে বসে এভাবে চিকিৎসার নামে প্রতারনা করে যাচ্ছে এই ভুয়ো কবিরাজ।
কী ভাবে একজন লোক নিজেকে কবিরাজ দাবি করে ক্যানসার সহ বিভিন্ন দূরারোগ্য রোগীদের সঙ্গে প্রতারনা করতে পারে? প্রশাসন ও চিকিৎসা বিভাগের নিরবতা নিয়ে ও প্রশ্ন উঠতে শুরু করেছে।