সুপ্রিয় পাল, দুল্লভছড়া, ২৩ নভেম্বর : বরাক উপত্যকায় জন্মগ্রহন করা বিশিষ্ট মৃদঙ্গ গুরু গীতিকার, সুরকার এবং বেতার শিল্পী গুরু নীলমাধব মুখার্জির স্মৃতিতে করিমগঞ্জ জেলার দুল্লভছড়া উন্নয়ন খণ্ডের ভূপেন হাজারিকা মুক্তমঞ্চে চন্দ্রগীতি সংস্থার উদ্যোগে মৃদঙ্গ উৎসব আয়োজন করা হয়।
গুরু নীলমাধব মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান ও পূস্পার্ঘ্য অর্পণ করেন বিশিষ্ট সমাজকর্মী রামেশ্বর সিংহ, অভিমন্যু সিংহ, মদন মোহন সিংহ, প্রফুল্ল সিংহ, নকুল সিংহ, নিশি সিংহ প্রমুখ ব্যক্তিবর্গ প্রদীপ প্রজ্বলন করেন নারায়ন নাথ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ চন্দ্রশেখর সিংহ(নিতু) সিংহ।
১৩১৭ বাংলার ১৭ই কার্তিক করিমগঞ্জ জেলার শিবেরগুল গ্রামে জন্মগ্রহণ করেন গুরু নীলমাধব মুখার্জি। ১৯৫২ ইং তে গৌহাটি বেতার কেন্দ্র থেকে সংগীত শিল্পী অনুমোদিত হয়ে গান পরিবেশন করেন।
১৯৫৪ এবং ১৯৫৫ সালে কলকাতা এবং মাদ্রাজে অনুষ্ঠান সাড়া ভারত সংগীত সন্মেলনে অংশগ্রহন করেন।
১৯৬০ ইং সালে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার অধিবেশনে নৃত্যাচার্য্য উপাধি প্রদান করা হয়। ১৯৮৬ইং আসাম সরকার-এর তথ্য ও জনসংযোগ বিভাগে প্রযোজক হিসেবে কাছাড় জেলাতে কার্যনির্বাহ করেন।
১৯৯৪ ইং তে আসাম সরকার কর্তৃক আমরণ শিল্পী পেন্সন প্রদান করা হয়।
চন্দ্রগীতি সংস্থার কার্যকর্তা চন্দ্রকান্ত সিনহা অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। গুরু নীলমাধব মুখার্জির পরিবারবর্গ ও ধর্মনগরের গৌরগোপাল বানার্জী, ড.আল্পনা বানার্জী, মধূমিতা বানার্জী, মুম্বাই নিবাসী বিপুল শর্মা, গৌহাটি নিবাসী সুশীলশর্মার প্রতি কৃতগজ্ঞতা প্রকাশ করেন।