কংগ্রেস শাসনে দাপুটে নেতাদের নির্যাতনের শিকার হয়েছিলেন সাধারণ মানুষ : অগপ

Spread the love

হাইলাকান্দি প্রতিনিধি, গণআওয়াজ : কংগ্রেস শাসনামলে অসমের সর্বশ্রেণীর মানুষ নির্যাতিত হয়েছেন। দাপুটে নেতাদের নির্যাতনের বলি হয়েছেন সাধারণ জনগণ।

এই মন্তব্য হাইলাকান্দি জেলা অসম গণপরিষদ দলের নব নির্বাচিত জেলা সভাপতি আবুল ফজল বড়ভূইয়ার।

বুধবার হাইলাকান্দিতে নব গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। ফজল নাম না নিয়েই প্রাক্তন মন্ত্রী গৌতম রায়কে আক্রমণ করেন।

তিনি বলেন, কংগ্রেস শাসনকালে বরাক উপত্যকার এক মন্ত্রী ক্ষমতার বাহাদুরি দেখিয়ে মানুষের উপর অমানবিক নির্যাতন করেছিলেন।

কংগ্রেসের এই নির্যাতনের বিরুদ্ধে সেই সময় একমাত্র অসম গণ পরিষদ দল প্রতিবাদ করেছে।

দলের বরাকের অভিবাবক হিসেবে পরিচিত প্রয়াত শহীদুল আলম চৌধুরী সমাজের অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন।

পূর্বতন জেলা কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় গত ৭ জানুয়ারি নতুন করে জেলা কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি হিসেবে তাঁকে নির্বাচিত করায় দলের কেন্দ্রীয় সভাপতি মন্ত্রী অতুল বরা, কার্যকরী সভাপতি মন্ত্রী কেশব মহন্ত, বরাক উপত্যকার ইনচার্জ সুনীল ডেকার প্রতি কৃতজ্ঞতা প্রাকাশ করেন।

তাছাড়া নবগঠিত জেলা কমিটির কর্মকর্তাদের নিয়ে দলের শক্তি বৃদ্ধির লক্ষ্যে ঝাঁপিয়ে পড়ার অঙ্গীকার ব্যক্ত করেন ফজল।

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে হাইলাকান্দি জেলায় অসম গণপরিষদ আশানুরূপ ফলাফল করবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সম্পাদক স্বপন সিং, কার্যকরী সভাপতি শরিফ উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কে ইউ এম আলতাফ হোসেন লস্কর প্রমুখ। এদিন সভায় নবগঠিত জেলা কমিটির কর্মকর্তাদের অসমীয়া গামছা দিয়ে বরণ করা হয়।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token