উৎকোচ নিয়ে দুর্নীতি দমন শাখার হাতে গ্রেফতার ধেমাজি ডিটিও অফিসের সিনিয়র সহকারী  

Spread the love

গন আওয়াজ, ধেমাজি প্রতিবেদক, ২৬ অগাস্ট শুক্রবার : সরকারি অফিস থেকে দুর্নীতি নির্মূল করার নিরলস অভিযান অভ্যাহত রেখেছে আসাম ভিজিল্যান্স এবং দুর্নীতি দমন শাখা।

তিন দিনে তিনটি সফল অভিযান রাজ্যের দুর্নীতি দমন শাখা।

বৃহস্পতিবার ধেমাজি জেলা পরিবহন বিভাগের  (ডিটিও) অফিসের এক সিনিয়র সহকারীকে গ্রেপ্তার করেছে।

ওই আধিকারিক ধেমাজি গোবিন বরদলইর কাছে ই-রিকশার লাইসেন্স পুনর্নবীকরণের জন্য ১২ হাজার টাকা উৎকোচ দাবি করেছিল।

দুর্নীতি দমন শাখা অভিযোগের ভিত্তিতে ফাঁদ তৈরি করে উৎকোচের ১২ হাজার টাকা সহ তাঁকে গ্রেফতার করেন।  

দুর্নীতি প্রতিরোধ আইন, 1988 (2018 সালে সংশোধিত) এর ধারা 7(ক) এর অধীনে একটি মামলা (32/2022) নম্বরে দুর্নীতি দমন ব্যুরো (ACB) থানায় নথিভুক্ত করা হয়েছে।

দুর্নীতি দমন শাখার সুত্রে জানাগেছে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিন দিনের মধ্যে দুর্নীতি দমন শাখার এটা তৃতীয় গ্রেপ্তারের ঘটনা।

বুধবার, বিশ্বনাথে সাব-রেজিস্ট্রার অফিসের অতিরিক্ত পঞ্জিয়ককে জমির রেজিস্ট্রেশন প্রক্রিয়ার বাবত ঘুষ নেওয়ার সময় হাতে নাতে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার মরিগাঁও জেলার মইরাবাড়ির হাতিমোরিয়া এমভি স্কুলের প্রধান শিক্ষক অভিযোগকারীকে বেতনের সার্টিফিকেট (এলপিসি) দেওয়ার জন্য ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন।

দুর্নীতি দমন শাখার সুত্র অনুসারে ১০ মে, ২০২১ সাল থেকে বিভিন্ন সরকারী দপ্তর থেকে ৪১ জন সরকারী কর্মকর্তাকে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেপ্তার হয়েছে। গ্রেফতারকৃতদের দুই-তৃতীয়াংশের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে বলে জানা গেছে।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token