লক্ষীপুর, ২৫ নভেম্বর : বীর লাচিত বরফুকনের ৪০০ তম জন্ম জয়ন্তী উপলক্ষে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষন সরাসরি সম্প্রচার করা হয় লক্ষীপুরে।
শুক্রবার লক্ষীপুর আর্ল হায়ার সেকেন্ডারি স্কুলে, লক্ষীপুর মহকুমা প্রশাসন ও লক্ষীপুর পৌরসভার যৌথ উদ্যোগে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত ২৩ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত তিন দিনের উক্ত অনুষ্ঠানের অঙ্গ হিসাবে ছিল অঙ্কন প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা এবং থাঙতা প্রতিযোগিতা।
শুক্রবার অনুষ্ঠানের ছিল শেষ দিন।
উক্ত দিনে প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষন সরাসরি সম্প্রচার করার পর এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় তিন দিনের প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অঙ্কন প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে প্রথম স্থান অধিকার করে মৌসম মালি, দ্বিতীয় সোহন সিংহ এবং তৃতীয় স্থান অধিকার করে অরুদলা দাস।
‘খ’ বিভাগের অঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সুশান্ত দাস, দ্বিতীয় কবিরাজ দেবতায় এবং তৃতীয় স্থান অধিকার করে অমর খান।
তাছাড়া নৃত্যে প্রথম স্থান অধিকার করে অনন্যা সেন, দ্বিতীয় জলি দেবী এবং তৃতীয় স্থান অধিকার করে হেনারিকা রায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড়ের অতিরিক্ত জেলা প্রশাসক সুদীপ নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর পৌরসভার ভাইস-চেয়ারম্যান রবীন্দ্র সিংহ, ম্যাজিস্ট্রেট জয় ঋষ্টানীয়া নামলাই, ফুলেরতল বিবেকানন্দ আর্ট একাডেমীর অধ্যক্ষ সত্যজিৎ দাস, আর্ল হায়ার সেকেন্ডারি স্কুল পরিচালন কমিটির সভাপতি কল্যাণ চক্রবর্তী, উক্ত স্কুলের অধ্যক্ষ অঞ্জন কুমার নাথ, পৌর কমিশনার অজন্তা দেব ও কল্যানী দত্ত।
সভায় বক্তব্য রাখেন কাছাড়ের অতিরিক্ত জেলা প্রশাসক তথা লক্ষীপুর মহকুমার ভারপ্রাপ্ত মহকুমাধিপতি সুদীপ নাথ ও ফুলেরতল বিবেকানন্দ আর্ট একাডেমীর অধ্যক্ষ সত্যজিৎ দাস।
অনুষ্ঠানের অতিথিরা বিজয়ী ছাত্রদের হাতে পুরস্কার সহ প্রশংসা পত্র তূলে দেন। অনুষ্ঠানটি সম্পূর্ন সঞ্চালনা করেন লক্ষীপুর জনসংযোগ বিভাগের কর্মী রসেন্দ্র চাষা। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।