জাতীয় সংবিধান দিবস পালন দুল্লভছড়া স্পোর্টস কমিটির

Spread the love

সুপ্রিয় পাল, দুল্লভছড়া, ২৬ নভেম্বর : করিমগঞ্জ জেলার দুল্লভছড়া উন্নয়ন খণ্ডের অন্তর্গত ভূপেন হাজারিকা মুক্তমঞ্চে নেহরু যুবকেন্দ্র করিমগঞ্জ-এর উদ্যোগে এবং দুল্লভছড়া স্পোর্টস কমিটির ব্যবস্থাপনায় সংবিধান দিবস পালন করা হয়।

উপস্থিত ছিলেন সংবিধান প্রনেতা ডo আহমেদকর ফেলোসিপ পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট সমাজ কর্মী মণিসেনা সিংহ।

বক্তরা বলেন, ১৯৪৯ ইং সালের ২৬ নভেম্বর তারিখে সংবিধান গৃহিত করে জাতির জন্য উৎসর্গ করা হয়েছে এবং ২৬ জানুয়ারি ১৯৫০ সালে বাস্তবায়িত হয়।

আরও জানা যায় ভারতীয় সংবিধানটি বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান।

তাছাড়া সংবিধানটিতে নাগরিকদের মৌলিক অধিকার, কর্ত‍ব‍্য, সরকারের ভূমিকা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ‍্যপাল ও মূখ্যমন্ত্রীদের ক্ষমতার বর্নণা রয়েছে বলে উল্লেখ করেন।

Gana Awaz Desk

Avatar

Leave a Reply

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token