পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবসে ঐক্যের আহ্বান হাইলাকান্দি অগপর

Spread the love

মোস্তফা আহমেদ মজুমদার : হাইলাকান্দিতে যথাযোগ্য মর্যাদায় ৭৮ তম স্বাধীনতা দিবস উদযাপন করল অসম গণ পরিষদ।  

লক্ষিরবন্দ বড়জুরাই এলাকায় জাতীয় পতাকা উত্তোলন করে ১৯৪৭ সালের স্বাধীনতা আন্দোলনের বীর শ্বহিদদের শ্রদ্ধার সহিত স্মরণ করেন অসম গণ পরিষদের কর্মকর্তারা।

পতাকা উত্তোলন করেন পরিষদের কেন্দ্রীয় সম্পাদক সেলিম উদ্দিন লস্কর। তিনি বলেন, ১৯৪৭ সালের ১৫ই আগস্ট আজকের দিনে বৃটিশের হাত থেকে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল।

হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিস্টান এবং জৈন সহ প্রতিটি ধর্মের মানুষে বৃটিশের বিরুদ্ধে আন্দোলন করে এই দেশকে স্বাধীন করেছিলেন।

স্বাধীনতা আন্দোলনে বিশেষ করে ইসলাম ধর্মের মানুষের অবদান ছিল অতুলনীয়। হাজার হাজার আলেম উলামা সহ বহু মানুষকে বৃটিশ ফাঁসি দিয়েছে। অনেকই বৃটিশের কারাগারে বন্দী হয়েছিলেন, তবুও পিছপা হননি মুসলমানরা।

মহাত্মা গান্ধী, নেতাজী সুভাষ চন্দ্র বসু ও মাওলানা আবুল কালাম আজাদের নেতৃত্বে বৃটিশ বিরোধী আন্দোলনে অগ্রনী ভূমিকা ছিল মুসলমানদের।

কিন্তু আজ কিছু কিছু মানুষ রাজনীতি করতে গিয়ে মুসলমানদেরকে তুচ্ছতাচ্ছিল্য করেন। একাংশ রাজনৈতিক নেতারা মুসলমানদের অবদান অস্বীকার করেন বলে, আক্ষেপ করেন তিনি।

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি সম্প্রদায় এবং ধর্মের স্বাধীনতা সংগ্রামী বীর যোদ্ধা ও শ্বহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে দেশের জনসাধারণের মঙ্গল কামনা করেন অগপ নেতা সেলিম।

দলের হাইলাকান্দি জেলা সভাপতি হরিমোহন রাজভর স্বাধীনতার জন্য ক্ষুদিরাম বসু থেকে শুরু করে যাহারা হাঁসি মুখে আত্মবলিদান দিয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি স্বাধীনতার এই পবিত্র দিনে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক ধর্মের মানুষকে হাতে হাত মিলিয়ে বৈষম্য ও হিংসা পরিত্যাগ করে একটি সুন্দর ও দূর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকারে সবাইকে আহ্বান জানান।

এছাড়াও বক্তব্য রাখেন দলের সংখ্যালঘু পরিষদের জেলা সভাপতি ফখরুল ইসলাম লস্কর, হাইলাকান্দি জেলা কমিটির উপসভাপতি লুৎফুর রহমান মাঝারভূঁইয়া, দেবেন মাঝী, ছাত্র পরিষদের বুরহান চৌধুরী প্রমুখ।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token