গণ আওয়াজ আগরতলা, ২৬ অগাস্ট, শক্রবার : প্রকাশ্য দিন দুপুরে আগরতলা পৌর নিগমের প্রাক্তন মেয়র সিপিআইএম নেতা বিপদ বন্ধু ঋষি দাসের উপর দুষ্কৃতীদের হামলার প্রতিবাদে পুলিশের পুলিশ সদর দপ্তরের সামনে বিক্ষোভ দেখাল দল।
তাঁর অভিযোগ শুক্রবার দুপুরে তিনি যখন আগরতলার দলীয় কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন, সেই সময় বেশ কয়েকজন দুষ্কৃতী আগরতলা শহরের পার্শ্ববর্তী খয়েরপুর বাইপাসের আমতলী থানা সংলগ্ন এলাকায় ঘেরাও করে প্রচন্ড মারধোর করে।
মোটরবাইক থেকে নামিয়ে তাঁর মাথায় এবং শরীরের বিভিন্ন অংশে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে।
এমনকি তাঁর সঙ্গে থাকা মোবাইল, টাকা এবং একাধিক এটিএম কার্ড নিয়ে যায় দুষ্কৃতীরা। পরবর্তী সময় তাঁকে নিয়ে আসা হয় আগরতলার জি বি হাসপাতালে।
খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন সিপিআইএম দলের অন্যান্য নেতৃবৃন্দ এবং তাঁকে চিকিৎসার ব্যবস্থা করেন।
বিপদ বন্ধু ঋষি দাস অভিযোগের আঙ্গুল সরাসরি শাসক দল বিজেপির দিকেই তাক করেছেন। তিনি বিজেপির দুষ্কৃতীরা এ ঘটনার সঙ্গে জড়িত বলে দাবী করেন।
এভাবে সিপিআইএম নেতার উপর আক্রমণের ঘটনায় তীব্র খুব ব্যক্ত করেন রাজ্যের প্রধান বিরোধী দলের নেতাকর্মীরা।
হামলাকারিদেরকে অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এদিন বিকেলেই আগরতলার আখাউড়া রোড এলাকার পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও করে বিক্ষোভ দেখান।