ধলাই, ২৮ নভেম্বর : রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযান মিশনের অধীনে জেলা স্বাস্থ্য সমিতির উদ্যোগে ও ধলাই খণ্ড প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপনায় স্বাস্থ্য সেবা অভিযান “মেঘা হেলথ চেকাপ ক্যাম্প” অনুষ্ঠিত ।
বিদ্যারতনপুর ক্ষুদ্র প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র অনুষ্ঠিত শিবিরে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন।
শিবিরে জননী চিকিৎসা, মানসিক রোগের চিকিৎসা, চক্ষুরোগ চিকিৎসা, কান গলা ও ত্বক সহ অন্যান্য রোগের চিকিৎসা প্রদান করা হয়।
এদিন মানসিক চিকিৎসার উপর এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়, এতে উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। শারীরিক সুস্থতা বজায় রাখতে যোগ প্রদর্শনী করেন নরসিংপুর যোগ প্রশিক্ষন কেন্দ্রের প্রশিক্ষক।
স্বাস্থ্য শিবিরে রোগীদের স্বাস্থ্য পরিক্ষা করেন ডঃ দীপঙ্কর চক্রবর্তী, ডঃ রিমা পাটুয়া, ডঃ তনবীর আহমেদ, ডঃ অর্চনা পি ই, ডঃ এটিপা সিনহা, ডঃ শিজি।
তাছাড়া রাষ্ট্রীয় মেডিক্যাল ইউনিটের মাধ্যমে ডঃ সায়ন বৈষ্ণব ও ডঃ নিশান্ত দেব ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ ডঃ দিলীপ পাল, ডঃ মৃদুল দেওরী প্রমুখ।
উপস্থিত ছিলেন বিপিএম ইকবাল বাহার বড়ভুইয়া, এইচ ই আবুল হুসেন মজুমদার, বিসিএম সত্যব্রত কর, বিসিও অভিজিৎ রায়, বিডিএম পল্লব নাথ, সিএইচ ল্যাংলুয়াই ও মাখমদা বেগম, এবিপিএম সন্দিপ নাথ, এল টি, মেলেরিয়া, এন্টি ই পি, আই ই সি স্টাপ, এ এন এম, আশা সুপারভিসর, অংনবাড়ি কর্মী, আশা কর্মী, আয়ুষ্মান ভারত এবং আভা কার্ড প্রদানকারী কর্মকর্তারা। স্বাস্থ্য শিবিরে ছয়শ বত্রিশ জন রোগীর নাম পঞ্জীয়ন করে বিশেষজ্ঞরা রোগীদের পরীক্ষা করে ঔষধ সহ বিভিন্ন পরিষেবা প্রদান করা হয়েছে।