গন আওয়াজ ধর্মনগর, প্রতিবেদক, ২৮ অগাস্ট, রবিবার : অসম এবং ত্রিপুরার আন্তরাজ্য সীমান্তবর্তী চুড়াইবাড়ি থেকে পুলিশ শনিবার পৃথক পৃথক অভিযান চালিয়ে দুটি লরি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে। যার বাজারমুল্য দশ লক্ষ টাকা হবে বলে অনুমান।
ত্রিপুরা এবং আসামের দুটি থানার লরি থেকে উদ্ধার করা গাঁজার পরিমান এক টনের উপরে। অসমের চুরাইবাড়ি ফাঁড়ির ইনচার্জ নিরঞ্জন দাস পি বি ০১এ এন -৫৯৭১ নম্বরের গাড়িকে আটক করে তল্লাশি চালাতেই গাড়িতে থাকা ফলের ট্রে থেকে ৩৫টি প্যাকেটে ২০ কেজি করে মোট ৭০০কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এদিকে গাড়ির চালক হেমরাজ সিং ও সহচালক সন্তোষ কুমারকে আটক করে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। চালকের বাড়ি উত্তরপ্রদেশ এবং সহ চালকের বাড়ি রাজস্থানে বলে জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে।
চালক জানায় সে এক লক্ষ টাকার বিনিময়ে আগরতলা থেকে এই গাঁজাগুলি শিলং এর উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। আটককৃত গাজার বাজারমূল্য আনুমানিক সত্তর লক্ষ টাকা বলে জানান ইনচার্জ।
অপরদিকে, একইভাবে ত্রিপুরার চুরাইবাড়ি থানার পুলিশ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এইচ পি ৩১সি ৫২২৬ নম্বরের রাবার বোঝাই একটি লরি আটক করে সিটের ভেতরে থাকা প্রায় ৪০০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
গাঁজাগুলির বাজার মূল্য চল্লিশ লক্ষ টাকা বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক। এক্ষেত্রেও চালক শ্রীধর শ্রীকান্ত ও সহচালক অনিল কুমারকে আটক করা হয়েছে। আটক দুজনের বাড়ি হিমাচল প্রদেশে।
তাদের বিরুদ্ধেও এনডিপিএস আইনে মামলার রুজু করেছে চুরাইবাড়ি পুলিশ। ত্রিপুরার মুখ্যমন্ত্রী নেশার বিরুদ্ধে প্রতিদিন বক্তব্য রেখে চলেছেন। নেশা কারবারীদের নির্মূল করার আহ্বানও জানিয়েছেন।
অথচ রাজ্যজুড়ে সক্রিয় নেশা কারবারিরা। নিত্যদিন অবাধে চলছে গাঁজা পাচার। শনিবার পুলিশের এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনা আরো একবার ভাবতে বাধ্য করবে পুলিশ প্রশাসনকে।