আগরতলা, ৩০ নভেম্বর : রাজ্যে মহিলাদের উপর অপরাধ বৃদ্ধি পাওয়ার অভিযোগে রাস্তায় নেমে প্রতিবাদ জানালো অল ইন্ডিয়া ডেমোক্রেটিক উইমেনস অ্যাসোসিয়েশন ও কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া-মার্কসবাদী মহিলা শাখা।
বেশ কয়েকটি সমর্থক সংগঠনকে সাথে নিয়ে বুধবার রাজধানী শহরের কেন্দ্রস্থলে দুটি সংগঠনের নেতৃতে ধর্ষণ, গণধর্ষণ, ধর্ষণ পরবর্তী হত্যা, গার্হস্থ্য সহিংসতা সহ রাজ্য জুড়ে মহিলাদের বিরুদ্ধে ক্রমবর্ধমান অপরাধের প্রতিবাদে সমাবেশের আয়োজন করা হয়।
মিডিয়া প্রতিনিধিদের সাথে কথা বলার সময় এআইডিডব্লিউএ রাজ্য সম্পাদক ঝর্ণা দাস বৈদ্য বিজেপি নেতৃত্বাধীন সরকারকে জ্বলন্ত ইস্যুতে চোখ ফেরানোর জন্য অভিযুক্ত করে বলেন, জাফরান পার্টি আসার পর রাজ্যে মহিলাদের উপর অপরাধের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
সম্পাদক ঝর্ণা দাস বৈদ্য বলেন, রাজ্যে অরাজকতা বিরাজ করছে। নারী, নাবালিকাদের বিরুদ্ধে অপরাধ নজিরবিহীনভাবে বেড়েছে। ক্ষণে ক্ষণে মৃতদেহ উদ্ধার হচ্ছে। এমনকি পুলিশও এই সমস্যাগুলো নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।
তিনি এই জঘন্য অপরাধের সাথে জড়িতদের বেশিরভাগই ক্ষমতাসীন দলের এবং বাকিরা ক্ষমতাসীন দলের নেতাদের আশ্রিত বলে দাবী করেন। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় সমাবেশে। অন্যতায় রাজ্যজুড়ে ব্যাপক বিক্ষোভ সংগঠিত করার হুমকি দেওয়া হয়।