মরিগাঁও মেডিক্যাল কলেজের শিলান্যাস করলেন হিমন্ত
গুয়াহাটি, ৮ ডিসেম্বর : রাজ্যে যে আন্দোলন বর্জিত ও সন্ত্রাসবাদমুক্ত পরিবেশ বিরাজ করছে তার জন্যই উন্নয়নের গঙ্গা প্রবাহিত করার কাজ এগিয়ে নিয়ে যেতে সক্ষম হচ্ছে সরকার।
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেন, মানুষের উপর অতিরিক্ত করের বোঝা না চাপিয়েই দারিদ্র্য দূরীকরণের কাজে ব্রতী হয়েছেন তারা।
তিনি বলেন, মূলধনের সঠিক ব্যবহার করে রাজ্যের উন্নয়নকে ত্বরান্বিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তাঁর সরকার।৷
ভাগিরথী যাত্রা অব্যাহত রেখে ‘বিকাশের লক্ষ্যে এক পক্ষ কাৰ্যসূচির অধীনে বৃহস্পতিবার মরিগাঁও জেলায় একটি মেডিক্যাল কলেজ সহ ৯১০.১৩ কোটি টাকা ব্যয়সাপেক্ষ মোট ১২টি প্ৰকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
মুখ্যমন্ত্ৰী জানান, মরিগাঁও জেলার বঘরায় শিলান্যাস করা মেডিক্যাল কলেজটি হবে ৪৩০ বেডের।
এছাড়াও প্রতিবছর ১০০ ছাত্রছাত্রী এখানে ডাক্তারি পড়ার সুবিধা পাবে। একশো বিঘার বেশি জমি নিয়ে নির্মীয়মাণ এই মেডিক্যাল কলেজের জন্য ব্যয় করা হবে ৬৪৭.৩৭ কোটি টাকা।
মুখ্যমন্ত্রী আজ ১৩.০৯ কোটি টকা ব্যয় সাপেক্ষে জাগীরোড বিধানসভা সমষ্টির অন্তৰ্গত জাগীরোড আঞ্চলিক ক্রীড়া সংস্থার স্টেডিয়ামে রাজ্য সরকারের এসওপিডি প্রকল্পের অধীনে প্ৰস্তাবিত মিনি ক্রীড়া প্ৰকল্পের নিৰ্মাণ কাজেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
উল্লেখ্য যে এই প্ৰকল্পে ফিফা মানদণ্ডে একটি ফুটবল মাঠ, ১ হাজার আসন বিশিষ্ট প্যাভিলিয়ন এবং গ্যালারি, ফ্লাড লাইটের পাশাপাশি ব্যবসায়িক দিকে লক্ষ রেখে ১৬টি দোকানের ব্যবস্থা গড়ে তোলা হবে।
অন্যদিকে, ১২.৬৬ কোটি টাকা ব্যয় সাপেক্ষে মানিপুর আঞ্চলিক ক্রীড়া সংস্থার মাঠে মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন।
এই প্রকল্পটির অধীনত ২১০ টি আসনযুক্ত ইনডোর স্টেডিয়াম ফিফা মানদণ্ডের একটি ফুটবল মাঠ, ১ হাজার আসন বিশিষ্ট প্যাভেলিয়ন এবং গ্যালারি ইত্যাদি নিৰ্মাণ করা হবে।
মরিগাঁও সরকারি পলিটেকনিকটিকে এক উৎকৰ্ষতার কেন্দ্ৰে উন্নীতকরণে ৫০৩.৬৪ লাখ টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক কৰ্মশালা, উন্নত মানের কারিগরি গবেষণাগার নির্মাণেরও শিলান্যাস করেন হিমন্ত।
অন্যদিকে, বনপাড়ায় অবস্থিত সরকারি ঔদ্যোগিক প্ৰশিক্ষণ প্রতিষ্ঠানকে উৎকৰ্ষতার কেন্দ্ৰে উন্নীতকরণের কাজেরও আধারশিলা স্থাপন করেন মুখ্যমন্ত্ৰী। এজন্য বাজেট ধরা হয়েছে ৫০৩.৬৪ লাখ টাকা।
এছাড়াও মুখ্যমন্ত্রী এদিন যে সব প্রকল্পের কাজের শিলান্যাস করেন সেগুলি হল, মরিগাঁও জেলার বসুন্ধরী পাহাড় থেকে কিলিঙ কপিলী সংযোগস্থল পর্যন্ত বাঁধের উপর সড়ক নির্মাণ, ব্রহ্মপুত্র নদীর বাঁধের ওপরে ধিঙ থেকে হিলৈখুন্দা পর্যন্ত সড়ক নির্মাণ, শলমারি থেকে ওজাগাঁও পর্যন্ত বাঁধের উপর সড়ক নির্মাণ, জাগীরোড-মরিগাঁও সড়কের ভকতগ্রামে কপিলি নদীর উপরে আরসিসি সেতু নির্মাণ, ব্রহ্মপুত্র নদীর ভাঙন প্রতিরোধের জন্য মায়ঙ রাজস্ব চক্রের অন্তর্গত মুরকাটায় ভাঙন প্রতিরোধী ব্যবস্থা, পাভকাটি-গরুবন্ধা অঞ্চলে ব্রহ্মপুত্রের ভাঙন প্রতিরোধী ব্যবস্থা, মোয়ামারিতে ব্রহ্মপুত্রের ভাঙন প্রতিরোধী ব্যবস্থার সঙ্গে বাঁধ নির্মাণ ইত্যাদি।
এদিনের শিলান্যাস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্ত্রী কেশব মহন্ত। স্বাগত বক্তব্য রাখেন মরিগাঁওর বিধায়ক রমাকান্ত দেউরি। উপস্থিত ছিলেন মন্ত্রী পীযূষ হাজরিকা ও জয়ন্ত মল্ল বরুয়া, প্রাক্তন সাংসদ রাজেন গোঁহাই, বিধায়ক শচীকান্ত দাস ও ড. আসিফ মহম্মদ নজর সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।