ধলাই, ৮ ডিসেম্বর : লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টের সামনে গভীর রাতে আটক হয়েছে বার্মিজ সুপারি বোঝাই একটি ১২ চাকার লরি।
রাত বারোটার দিকে মিজোরামের দিক থেকে আসা এএস ১১ এলসি ৪১৬৪ নম্বরের সুপারি বোঝাই লরিটি দ্রুতগতিতে লায়লাপুর পুলিশ পোস্ট পার করে যাওয়ার চেষ্টা করে।
পুলিশ গাড়িটির গতি রোধ করে গড়িতে কি রয়েছে জিজ্ঞেস করলে চালকের উত্তর সুপারি বোঝাই রয়েছে। পাশাপাশি চালক জানায় সেটিং আছে।
পুলিশ বললো কিসের সেটিং! গুয়াহাটি থেকে বলা হয়েছে সেটিং আছে। সঙ্গে সঙ্গে পুলিশ গাড়ি সমেত চালক ও সহচালককে আটক করে।
গাড়ি চালক বঙ্গাইগাঁও জেলার ডুমুরিয়া প্রথম খণ্ডের বাসিন্দা সাইফুল ইসলাম (৩৮) ও সহ চালক বড়পেটা জেলার সিকাতারির বাসিন্দা সাইদুল ইসলাম (২২)।
গাড়ি চালক জানায়, গত ১২ নভেম্বর মিজোরামের ভাইরেংটির একটি সুপারির গুদাম থেকে গুয়াহাটি নিয়ে যাওয়ার জন্য তার গাড়িতে সুপারি গুলো লোড করা হয়েছিলো।
বুধবার পর্যন্ত সুপারি বোঝাই নিয়ে গাড়িটি সেখানেই দাঁড় করানো ছিল। তাদের জানানো হয় সেটিং হয়েছে, যেতে পারবে। তাকে বলা হয়েছিল, লায়লাপুর ও ধলাইতে পুলিশ তার গাড়ি আটকাবে না। তাই সে লায়লাপুরে গাড়ি আটকা পড়ার পর নির্দ্বিধায় জানায়, গাড়িতে ২৯০ বস্তা বার্মিজ সুপারি বোঝাই রয়েছে।