গন আওয়াজ অনলিনে ডেক্স, ২৯ অগাস্ট, সোমবার : পাঁচ বছরের ব্যবধানে বঙ্গ বিজেপির আজ থেকে তিন দিনের প্রশিক্ষণ শিবির শুরু হচ্ছে।
এর আগে ২০১৭ সালে হলদিয়ায় একটি চিন্তন শিবির অনুষ্ঠিত হয়েছিল। সোমবার থেকে বুধবার ৩১ অগাস্ট পর্যন্ত শিবির চলবে।
প্রশিক্ষণ শিবিরে প্রায় ৩৫০ জন প্রতিনিধি অংশ নেবেন। প্রশিক্ষণ দিতে দিল্লি থেকে আসছেন প্রতিনিধিরা। শিবিরটি সাজানো হয়েছে বিলাসবহুল বৈদিক গ্রামে।
সূত্রের খবর অনুযায়ী, সোমবার এই প্রশিক্ষণ শিবিরে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষ, সর্বভারতীয় প্রধান আইনজীবী, রাজ্য পর্যবেক্ষক, যারা সারাদেশে প্রশিক্ষণ শিবিরের নেতৃত্ব দেন তারা থাকবেন।
শিবিরে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, অমিতাভ চক্রবর্তী, শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদারের মতো নেতারাও।
আরএসএস নিয়ম অনুসারে বিজেপিতে যারা নতুন এসেছেন এবং অন্য দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তাদেরকে পাঠ শেখানো হবে।
সূত্রটি জানায়, প্রশিক্ষণ শিবিরের আলোচনায় থাকবে নরেন্দ্র মোদী সরকারের সাফল্য, সংগঠন পরিচালনায় দলের দায়িত্ব, শৃঙ্খলা বজায় রেখে একসঙ্গে কাজ করে দলকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং দলের মধ্যে ঐক্যের পরিবেশ তৈরি করা যায়। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, ভারতীয় জনতা পার্টিতে সারা বছরই ট্রেনিং ক্যাম্প চলতে থাকে। সারা দেশে এটা একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় নির্বাহীদের পদ্ধতিগত আদর্শবাদের পূর্বজ্ঞান দেওয়া জড়িত।